রাজধানীর অন্যতম আকর্ষণীয় এলাকা হাতিরঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় সরেজমিনে এ পরিদর্শনকালে তিনি বিভিন্ন অনিয়ম এবং অব্যবস্থাপনার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং তা দ্রুত সমাধানের নির্দেশ দেন।
পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান হাতিরঝিল এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনার প্রতি দৃষ্টি আকর্ষণ করে তা দ্রুত অপসারণে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। একই সঙ্গে ভেঙে পড়া ও ফাটলধরা বাউন্ডারি ওয়ালগুলো দ্রুত মেরামতের নির্দেশনা দেন তিনি।
এ সময় চেয়ারম্যান বেশ কিছু অবৈধ ও অননুমোদিত পকেট গেটের অস্তিত্ব দেখতে পান, যেগুলো দিয়ে আশেপাশের বাসিন্দারা হাতিরঝিলে ময়লা ফেলে দুষণের সৃষ্টি করছে। তিনি এসব গেট অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেন এবং ভবিষ্যতে যেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য নিরাপত্তা জোরদার করতে আনসার সদস্যদের কড়া নির্দেশ দেন।
পরিচ্ছন্নতাকর্মীদের সাথে কথা বলার সময় রাজউক চেয়ারম্যান তাদের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজ নেন এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, “হাতিরঝিলের মতো দৃষ্টিনন্দন স্থানকে পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের কাজের মাধ্যমেই রাজধানী আরও আকর্ষণীয় হয়ে উঠবে।”
পরিদর্শন শেষে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গেও মতবিনিময় করেন চেয়ারম্যান এবং দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
কেকে/এআর