খাগড়াছড়িতে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)এর গোপন আস্তানার সন্ধান পেয়েছে যৌথ বাহিনী।
সোমবার (২১ এপ্রিল) ভোর ৫টার দিকে জেলার ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ণ চন্দ্র কার্বারী পাড়ায় এ গোপন আস্তানার সন্ধান পায়।
জানা যায়, অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীদের উদ্ধারে যৌথ বাহিনী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা সংগঠক অংগ্য মারমার গোপন আস্তানার সন্ধান পায়। এ সময় আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম, গুলি ও দলিল উদ্ধার করা হয়েছে বলে সূত্র জানানয়।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে যৌথ বাহিনীর ওই এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফের প্রসীত গ্রুপের জেলা সংগঠক অংগ্য মারমার গোপন আস্তানার সন্ধান পায়। ঘরের তালাবন্ধ দেখে সেনাবাহিনীর সন্দেহ হলে স্থানীয়দের পাড়ার সাহায্যে তালা ভেঙে তল্লাশি চালায়। এ সময় চাঁদার রশিদ, ল্যাপটপ, মোবাইল, সামরিক ইউনিফর্মসহ বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার করা হয়।
খবর পেয়ে খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনালে শরীফ মো. আমান হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উল্লেখ্য, গত ১৬ এপ্রিল সকালে বৈসাবি উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে ফেরার পথে ৫ শিক্ষার্থীকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। এ ঘটনায় শুরু থেকে ইউপিডিএফ প্রসীত গ্রুপকে দায়ী করে আসছে সন্তু লারমার জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ। তবে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা।
কেকে/এএস