সোমবার, ২১ এপ্রিল ২০২৫,
৮ বৈশাখ ১৪৩২
বাংলা English

সোমবার, ২১ এপ্রিল ২০২৫
শিরোনাম: সাতক্ষীরায় দুধ কিনতে না পেরে মাত্র ২০ হাজার টাকায় সন্তান বিক্রি      খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন      ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা      হাতিরঝিলে অবৈধ পকেট গেট বন্ধের নির্দেশ রাজউক চেয়ারম্যানের      প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যায় গ্রেফতার ৩      হাসিনা-কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ       জামায়াত নেতা আজহারের আপিল শুনানি মঙ্গলবার      
গ্রামবাংলা
নেত্রকোনায় ভাতিজার হাতে চাচা খুন
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ১২:৫৩ পিএম  (ভিজিটর : ৮৭)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নেত্রকোণার আটপাড়ায় জমি ও সেচ পাম্প নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে ভাই ভাতিজার হামলায় কায়সার ইমরান বাবুল (৫৯) নামের ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নিহত হয়েছে। এ ঘটনায় ছোট ভাই রতনকে আটক করেছে আটপাড়া থানা পুলিশ।

রোববার (২০ এপ্রিল) আনুমানিক  রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুওজ ইউনিয়নের শ্রীরামপাশা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত কায়ছার ইমরান বাবুল উপজেলার দুওজ ইউনিয়নের শ্রীরামপাশা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের বড় ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কায়সার ইমরান ওরফে বাবুল তার ভাই রতন ও আরেক ভাই কামালের ছেলেদের সাথে যৌথ একটি সেচ পাম্প নিয়ে বিরোধ ছিল। ওই পাম্পের তার কিছু আবাদি ফসলি জমি আছে। এসব জমিতে নিয়মিত পানিও দিত না তারা। এছাড়াও সেচ পাম্পের আয়ের অংশ বাবুলকে দেওয়া হতো না। এসব বিষয় নিয়ে এলাকার মানুষ প্রায়ই মীমাংসার চেষ্টাও করেন। 

এনে রোববার এশার নামাজের সময় বাবুল তার ভাই ভাতিজাদের সাথে আলোচনায় বসলে এক পর্যায়ে সেচ পাম্পের পাশাপাশি পারিবারিক জমি নিয়ে তর্ক- বিতর্ক ও কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই রতন ও ভাতিজা বাপ্পি বাবুলের উপর হামলা করে। এতে ঘটনাস্থলে কায়সার ইমরান বাবুল মৃত্যুবরণ করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জান জানান, নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহালের রিপোর্টের তৈরি করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নেত্রকোণা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, মূলত রতন তার ছেলে ও কামালের দুই ছেলেকে ইন্ধন দিলে তারা চাচার ওপর হামলা চালায়। তাদের মারধরে বাবুল তার বাবার ঘরে গিয়ে ওঠে। কিন্তু সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। আমরা খবর পেয়েই সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। সেইসাথে এই হামলার মূল ইন্ধনদাতা নিহতের ভাই রতনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

পরিবেশ মামলায় সাজাপ্রাপ্ত ইটভাটা মালিক ফোরকান গ্রেফতার
সাতক্ষীরায় দুধ কিনতে না পেরে মাত্র ২০ হাজার টাকায় সন্তান বিক্রি
সাতক্ষীরায় বজ্রপাতে নারী শ্রমিকের মৃত্যু
যারা কর্ম ও অপকর্মের মধ্যে পার্থক্য জানে না তারা অথর্ব: মাসউদ
খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন

সর্বাধিক পঠিত

‘আর একবার যদি ছেলের মুখে মা ডাকটা শুনতে পারতাম’
৪ কোটি টাকার বাস টার্মিনাল ১৫ বছর ধরে পরিত্যক্ত
ভূঞাপুরে এসিল্যান্ডের বিরুদ্ধে কেন্দ্র সচিবকে লাঞ্ছিত ও গালিগালাজের অভিযোগ
নালিতাবাড়ীতে ৬ মাসে বালু সংক্রান্ত অভিযানে ৬০ লাখ টাকা জরিমানা
গজারিয়ায় পানিতে পড়ে নৌযান শ্রমিক নিখোঁজ

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close