আকস্মিক বজ্রপাতে অমিত্তবান আরা (৪৫) নামে এক দিনমজুর মহিলার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো একজন দিনমজুর মহিলা।
সোমবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী কাকমারি বিলে ইদ্রিস আলীর জমিতে ধান বহনের সময় এ ঘটনা ঘটে।
অমিত্তবান আরা সাতক্ষীরা সদর উপজেলার দিবালয় ছয়ঘরিয়া গ্রামের আনারুল ইসলাম আনারের স্ত্রী। আহত নারী শ্রমিকের নাম খুকুমনি (৪৭)। সে একই গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। বর্তমানে খুকুমনি প্রাথমিক চিকিৎসার পর সুস্থ আছেন।
দিবালয় ছয়ঘরিয়া গ্রামের আব্দুল করিম জানান, দুই কন্যা সন্তানের জননী অমিত্তবান সোমবার সকালে পার্শ্ববর্তী কুশখালী গ্রামের ইদ্রিস আলীর মাঠের ধান বহনের কাজ করতে যান। সকাল সাড়ে ১০টার দিকে আকাশে প্রচণ্ড মেঘ হয়। খুকুমনিকে সঙ্গে নিয়ে অমিত্তবান দ্রুত এক বোঝা ধান বহনের জন্য মাঠে চলে যায়।
শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। তড়িঘড়ি করে লোকালয়ে আসছিলেন তারা। পথিমধ্যে বৃষ্টির সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই অমিত্তবানের মৃত্যু হয়। তার সঙ্গে থাকা খুকুমনি আহত হয়। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কেকে/এএস