বন্ধ রাষ্ট্রায়ত্ত পাট ও সুতাকল চালুর দাবিতে মানববন্ধন ও প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করে গণঅধিকার চর্চা কেন্দ্র নামের একটি সংগঠন।
সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টায় বন্ধ রাষ্ট্রায়ত্ত পাট ও সুতাকল চালুর দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন ডা. মাহফুজুর রহমান।
দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় বক্তব্য রাখেন গণমুক্তি ইউনিয়নের রাজা মিয়া, মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ, আমিন জুটমিল সিবিএ সাধারণ সম্পাদক আবদুল খালেক, মুক্তিযোদ্ধা শফী খান, সুজাউদ্দৌলা বাবুল, আবুল বাসার হেলাল, আবদুল হাদী চৌধুরী, শ্রমিক নেতা নুরুল হুদা চৌধুরী, জানে আলম, নজরুল ইসলাম, আজিজুল হক প্রমুখ।
মানববন্ধন শেষে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে বন্ধ কারখানা চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। আমিন জুটমিল, আর আর জুটমিলের সামনে মানববন্ধন ও সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয় আজকের মানববন্ধন থেকে।
কেকে/এএস