সোমবার, ২১ এপ্রিল ২০২৫,
৮ বৈশাখ ১৪৩২
বাংলা English

সোমবার, ২১ এপ্রিল ২০২৫
শিরোনাম: বিতর্কিত এনসিপি নেতা গাজী সালাউদ্দিনকে অব্যাহতি      পরিকল্পিত ও পরিবেশবান্ধব ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগ প্রয়োজন      বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও বিডার আশ্বাস      সাতক্ষীরায় দুধ কিনতে না পেরে মাত্র ২০ হাজার টাকায় সন্তান বিক্রি      খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন      ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা      হাতিরঝিলে অবৈধ পকেট গেট বন্ধের নির্দেশ রাজউক চেয়ারম্যানের      
রাজধানী
নগর ব্যবস্থাপনাকে ‘এক ছাতার নিচে’ আনা প্রয়োজন: রাজউক চেয়ারম্যান
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৫:০১ পিএম  (ভিজিটর : ৯৬)
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম বলেছেন, ঢাকার সুশৃঙ্খল ও কার্যকর উন্নয়নের জন্য নগর ব্যবস্থাপনাকে ‘এক ছাতার নিচে’ আনা প্রয়োজন। ঢাকাকে যদি একটি একক কাঠামোর আওতায় না আনা যায়, তবে যত পরিকল্পনাই করা হোক না কেন, তা বাস্তবায়ন হবে না। সকল সেবাদানকারী সংস্থার কার্যক্রমের সমন্বয় নিশ্চিত করতে হবে।

সোমবার (২১ এপ্রিল) ঢাকার নাগরিক জীবনের নানা সংকট এবং এর সম্ভাব্য সমাধান নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম-বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নগর সরকার হোক কিংবা একজন মেয়রের নেতৃত্বে পরিচালিত হোক, সেটি মুখ্য নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো— নগরের পানি, বিদ্যুৎ, গ্যাস, যোগাযোগ এবং অন্যান্য নাগরিক সেবা-সবকিছু নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যেন একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষের অধীনে থাকে। তাহলেই সঠিক পরিকল্পনা বাস্তবায়ন এবং নগর ব্যবস্থাপনায় গতিশীলতা আসবে।

রাজউক চেয়ারম্যান বলেন, অবৈধ ভবনগুলোর কাজ স্থগিত রাখতে নির্দেশ দিয়ে পর্যায়ক্রমে ভবনগুলো আংশিক অংশ ভেঙে ফেলা হবে। প্রথম ধাপে সেবা সংযোগ বিচ্ছিন্ন, ফৌজদারি মামলা দায়ের করা, নকশা বাতিল এবং প্রয়োজনে ভবনগুলো সিলগালা করা হবে।

তিনি জানান, রাজউক এলাকায় নির্মানাধীন ৩ হাজার ৩৮২টি ভবন চিহ্নিত করেছি, যেগুলো নিয়মের ব্যত্যয় ঘটিয়েছে। এই ভবনগুলোর যেটুকু অংশেই নিয়মের ব্যত্যয় ঘটিয়েছে সেটুকু ভেঙে ফেলব। আমি যতদিন দায়িত্বে আছি তার মধ্যে এই কাজ চালিয়েই যাব। এগুলো ভেঙে হোক কিংবা অন্যভাবে হোক তাদেরকে নিয়মের মধ্যে আনব। আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি।

রাজউক চেয়ারম্যান আরো বলেন, এই মুহূর্তে যারা বাড়ি করে ফেলেছে সেগুলোর ব্যবস্থা পরে নেব। সব কাজ একসঙ্গে করা সম্ভব নয়। তবে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে কোনো ব্যত্যয় ঘটবে না সেটা নিশ্চিত করছি।  আমাদের নতুন করে প্লট বরাদ্দ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। আমরা বেদখল হওয়া প্লটগুলো উদ্ধার করে নিম্নবিত্ত, মধ্যবিত্ত শ্রেণির জন্য আবাসনের ব্যবস্থা করব।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিআইপির সাবেক সভাপতি মোহাম্মদ ফজলে রেজা সুমন বলেন, ঢাকাকে বেশি গুরুত্বপূর্ণ করতে গিয়ে সমস্যায় জর্জরিত করে ফেলেছি আমরা। ঢাকা শহরের বর্তমান অবস্থার জন্য দায়ী আমলাতান্ত্রিক জটিলতা। ঢাকার ড্যাপের পরিকল্পনায় ধরা হয়েছে ২ কোটি ৩৫ লাখ মানুষের জন্য ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তোলা। এক্ষেত্রে জোন ভিত্তিক পরিকল্পনার কথা বলা হয়েছে। সুশাসন, জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে ঢাকার বাসযোগ্যতা ফেরানো সম্ভব।

বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যায়ন কেন্দ্র-ক্যাপসের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান বলেন, ঢাকা শহর প্রকৃতি, মায়া, ব্যবস্থাপনায় ঢাকা থাকার কথা। কিন্তু ঢাকা এখন বায়ু দূষণ, শব্দ দূষণ, জলজটে, শীষা দূষণে ঢাকা। আমাদের আর কত দিন এই অপরিকল্পিত নগরের সমস্যাগুলো নিয়ে আমাদের শিশুদের প্রশ্নের সম্মুখীন হতে হবে? আমিনবাজার ও মাতুয়াইলের ল্যান্ডফিলের পোড়ানো বর্জ্যের দূষিত ধোয়ার কারণে শহরের অর্ধেক মানুষ ঘুমাতে পারেন না। যানবাহনের কারণে শব্দ দূষণ ৮০ শতাংশ হয়। ঢাকা শহর এখন তাপের শহর হয়ে গেছে। এই শহরে আড়াই কোটি মানুষকে নিয়ে পরিকল্পনা করা যাবে না। যদি সমস্যার সমাধান করতে না পারি তাহলে সূচকে তলানি থেকে ওপরে উঠতে পারবে না।

মূল প্রবন্ধ উপস্থাপনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহাম্মদ মেহেদী আহসান বলেন, দেশের জিডিপির এক পঞ্চমাংশ আসে ঢাকা থেকে। ঢাকার চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ঘনবসতি, যানজট, দূষণ, জলাবদ্ধতা প্রভৃতি। এর অন্যতম কারণগুলো হচ্ছে ঢাকার ওপেন স্পেসগুলো দখল করা, খালগুলো দখল করা, অনিয়মতান্ত্রিকভাবে ভবন গড়ে তোলা। কোনো মন্ত্রণালয় স্বল্প মেয়াদি, মধ্য মেয়াদি, দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করতে পারেনি গত আট মাসে। থাইল্যান্ডের ব্যাংকক শহরের মধ্যে বস্তি ছিল। কিন্তু তারা সেই জায়গা থেকে ফিরে এসেছে, তারা কমিউনিটি বেইজড হাউজিং করেছে। তারা পরিবর্তন এনেছে রাজউকের মতো সংস্থার মাধ্যমে। ঢাকায় ৮ ধরনের মহল্লা আছে। সেগুলোতে তিনটি করে উদাহরণ হিসেবে হাউজিং করা যায় তাহলে অনেকেই এটা দেখে উদ্ভুদ্ধ হব।

সংলাপে বক্তারা বলেন, ঢাকার পরিকল্পনাহীন উন্নয়ন, জনসংখ্যার চাপ, অব্যবস্থাপনা এবং সঠিক সমন্বয়ের অভাব রাজধানীকে বসবাসের অযোগ্য করে তুলছে। নাগরিকদের জীবনমান উন্নয়ন এবং পরিবেশবান্ধব টেকসই শহর গঠনে দ্রুত ও সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন  রাজউকের প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী মো. নুরুল্লাহ, স্থপতি সুজাউল ইসলাম খান প্রমুখ।

অনুষ্ঠানে সংগঠনটির প্রকাশনা ‘ঢাকাই’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। একইসঙ্গে সংগঠনের সিনিয়র সদস্য হেলিমুল আলম বিপ্লবের প্রকাশিত ঢাকার খালগুলো নিয়ে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

সমস্যার নগরী ঢাকা : সমাধান কোন পথে? শীর্ষক এই সংলাপে ঢাকার অবকাঠামো, পরিবেশ, যানজট, নর্দমা ও খাল ব্যবস্থাপনা, নগর পরিকল্পনা এবং জনসেবার মান উন্নয়ন ইত্যাদি বিষয়ে বিশিষ্ট ব্যক্তিরা নিজেদের মতামত ও সুপারিশ তুলে ধরেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহাম্মদ মেহেদী আহসান। সংগঠনের সিনিয়র সদস্য খালেদ সাইফুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সভাপতি মতিন আব্দুল্লাহ।

কেকে/এএম




আরও সংবাদ   বিষয়:  সমস্যার নগরী ঢাকা   সমাধান   কোন পথে   রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ   রাজউক চেয়ারম্যান   মো. রিয়াজুল ইসলাম  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ভিসির পদত্যাগের এক দফা দাবিতে কুয়েট শিক্ষার্থীদের আমরণ অনশন শুরু
বিতর্কিত এনসিপি নেতা গাজী সালাউদ্দিনকে অব্যাহতি
ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে যুবলীগের ৭ কর্মী আটক
ভালুকায় ভুয়া এনএসআই সদস্য আটক
শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি সোহেল রানা

সর্বাধিক পঠিত

মতলব উত্তরে আ. লীগের কার্যালয় দখল, সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ালেন বিএনপি
কাউনিয়ায় আ. লীগ সাধারণ সম্পাদক হান্নান গ্রেফতার
ফুলবাড়ীতে বিশেষ অভিযানে আ.লীগের সভাপতিসহ গ্রেফতার ১০
যারা কর্ম ও অপকর্মের মধ্যে পার্থক্য জানে না তারা অথর্ব: মাসউদ
ত্রাণের চাল বিতরণ না করে গুদামজাত, সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close