নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে গোপন বৈঠকের ঘটনায় রংপুরের কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নানকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটে শহীদবাগ ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করা হয়। আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান সাব্দী গ্ৰামের মৃত জামাত উল্ল্যার ছেলে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ্ জানান, শহীদবাগ ইউপি কার্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে বৈঠক করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান। এই তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে ১৫১ ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
কেকে/এএম