সোনাগাজী উপজেলা কৃষকদলের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ করা হয়।
সোমবার (২১ এপ্রিল) উপজেলা কৃষক দল কার্যালয়ে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও সাবেক চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন খোকন।
এসময় উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা কৃষক দলের অন্যতম নেতা শেখ আনোয়ার, উপজেলা কৃষক দলের নেতা নুর করিম, উপজেলা বিএনপি নেতা আবুল কালাম কোম্পানি, তোতা মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
কেকে/এজে