ময়মনসিংহের ভালুকায় এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা) সদস্য পরিচয়ে চাঁদা দাবি করায় রোকনুজ্জামান নাঈম (৩২) নামে এক ভূয়া এনএসআই সদস্য আটক করেন য়মনসিংহের এনএসআই সদস্যরা।
সোমবার (২১ এপ্রিল) বিকালে ভালুকা সরকারী ডিগ্রী কলেজ এলাকা থেকে তাকে আটক করা হয়
আটককৃত নাঈম উপজেলার ধীতপুর ইউনিয়নের ধলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
জানা যায়, ভালুকার ব্যবসায়ী মামুনের বিরুদ্ধে ঢাকায় একটি মামলা দায়ের হয়। ওই মামলার তদন্ত কর্মকর্তা পরিচয়ে রোকনুজ্জামান নাঈম মামুনের কাছে মামলা মীমাংসার জন্য ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে মামুন কৌশলে টাকা দেওয়ার প্রস্তাব দেন এবং এনএসআই ময়মনসিংহ কার্যালয়ে বিষয়টি জানান। পরে ময়মনসিংহের এনএসআই সদস্যরা পরিকল্পনা অনুযায়ী অভিযান চালিয়ে নাঈমকে হাতেনাতে আটক করেন।
ভুক্তভোগী মামুন জানান, মামলা মীমাংসার জন্য আমার কাছে ১৫ লক্ষ টাকা দাবি করছিলো, পরে বিষয়টি ময়মনসিংহের এনএসআই কর্মকর্তাকে অবগত করলে তাদের সহযোগিতায় কৌশলে নাঈমকে আটক করা হয়েছে।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে নাঈম বিভিন্ন সময় ভুয়া পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করেছিলো, এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান স্থানীয়রা।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন আহমেদ জানান, রোকনুজ্জামান নাঈম নামে এক ভুয়া এনএসআই সদস্যকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/ এমএস