পর্যটকদের সেবা প্রদানের লক্ষ্যে
শ্রীমঙ্গলে ‘তথ্য কেন্দ্র ও ব্রেস্ট ফিডিং রুম’ এর ভিত্তি প্রস্তর উদ্বোধন
এহসান বিন মুজাহির, মৌলভীবাজার
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ১০:১৬ পিএম (ভিজিটর : ১০০)

ছবি : প্রতিনিধি
পর্যটকদের সেবা প্রদানের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘তথ্য কেন্দ্র ও ব্রেস্ট ফিডিং রুম’ এর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা কন্যা মনুমেন্ট সংলগ্ন স্থানে আনুষ্ঠানিকভাবে ভিত্তি প্রস্থর স্থাপন কাজের শুভ উদ্বোধন করেছেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. ইসরাইল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
ইউএনও মো. ইসলাম উদ্দিন দৈনিক খোলা কাগজকে জানান, পর্যটন নগরী শ্রীমঙ্গলে পর্যটন শিল্পের উন্নয়ন এবং পর্যটকদের সেবা, নিরাপত্তা ও সব ধরণের সুযোগ সুবিধা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। এরই অংশ হিসেবে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উদ্যোগে (২০২৪-২০২৫ অর্থবছর) শ্রীমঙ্গলের সাতগাঁও চা কন্যা ভাস্কর্য সংলগ্ন স্থানে একটি তথ্য কেন্দ্র ও ব্রেস্ট ফিডিং রুমের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে এখানে তথ্য ডেস্ক, ওয়াক ব্লকসহ অন্যান্য পর্যটক সুবিধা ও সকল ধরণের সেবা নিরাপত্তার সুব্যবস্থা করা হবে।
এর আগে চলতি মাসের ৫ এপ্রিল ট্যুরিজম ভিলেজখ্যাত উপজেলার রাধানগর ও কালিঘাট চা বাগান এলাকায় ৯ কিলোমিটার সড়কজুড়ে ৪০ লাখ টাকা ব্যয়ে ১২৭টি স্ট্রিট লাইট (সোলার লাইট) স্থাপন করা হয়েছে। যেহেতু পর্যটন নগরী হিসেবে দেশ-বিদেশে এ উপজেলা পরিচিতি রয়েছে। আমরা দেশি-বিদেশী সকল পর্যটক ও দর্শনার্থীদের যত ধরণের সুবিধা দেওয়ার দরকার সবধরণের সুযোগ সুবিধা নিশ্চিতে কাজ করছি। সরকার এবং জেলা প্রশাসকের নির্দেশনায় এ উপজেলাকে ট্যুরিজমের মডেল হিসেবে রুপান্তর করতে পর্যায়ক্রমে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
কেকে/ এমএস