মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫,
৯ বৈশাখ ১৪৩২
বাংলা English

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
শিরোনাম: বিতর্কিত এনসিপি নেতা গাজী সালাউদ্দিনকে অব্যাহতি      পরিকল্পিত ও পরিবেশবান্ধব ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগ প্রয়োজন      বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও বিডার আশ্বাস      সাতক্ষীরায় দুধ কিনতে না পেরে মাত্র ২০ হাজার টাকায় সন্তান বিক্রি      খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন      ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা      হাতিরঝিলে অবৈধ পকেট গেট বন্ধের নির্দেশ রাজউক চেয়ারম্যানের      
গ্রামবাংলা
ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও, বিক্ষোভকারীদের ওপর বিএনপির হামলা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ১১:২৮ পিএম  (ভিজিটর : ৭৫)
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্রেফতার ছাত্রলীগ নেতা সাগর হাসানকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছেন তার স্বজন ও প্রতিবেশীরা। এ সময় থানা ঘেরাওকারীদের ওপর বিএনপির কর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে আড়াইহাজার উপজেলায় গণগ্রন্থাগারে অস্থায়ী পুলিশ স্টেশনে এ ঘটনা ঘটে।

গ্রেফতার ছাত্রলীগ নেতার নাম সাগর হাসান। তিনি উপজেলার মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সরকারি সফর আলী কলেজের ছাত্র। উপজেলার কল্যান্দী গ্রামের কবির হাসানের ছেলে তিনি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘সাগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত দুটি হত্যা মামলার সন্দেহভাজন ও একটি ঋণখেলাপির মামলায় পরোয়ানাভুক্ত আসামি। দুপুরে তিনটি মামলাতেই তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।’ 

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ কল্যান্দী এলাকা থেকে সাগর হাসানকে আটক করে থানায় নেয়। সকালে সাগরের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে তার স্বজনরাসহ শত শত নারী পুরুষ মিছিল নিয়ে থানা প্রাঙ্গণে জড়ো হন এবং থানা ঘেরাও করে রাখেন। এ সময় তারা স্লোগান দিতে থাকে, ‘আমার ভাই থানায় কেন, জবাব চাই, ‘আমারে ছেলে থানায় কেন, জবাব চাই।’ এলাকাবাসীর সঙ্গে সরকারি সফর আলী কলেজের সাগরের সহপাঠীরা যোগ দেন। শিক্ষার্থীরা সাগরের মুক্তির দাবীতে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভের একপর্যায়ে পুলিশ থানার প্রধান ফটক বন্ধ করে দেয়। থানা ঘেরাওয়ের পর স্থানীয় বিএনপি, মহিলা দল ও ছাত্রদলের কয়েকজন নারী কর্মী বিক্ষোভকারীদের ওপর হামলার চেষ্টা করেন। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

থানা ঘেরাওয়ের সময় ঘটনাস্থলে থাকা সাগরের এক নারী আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা থানায় যাইয়া জানতে চাইছি, কোন মামলায় সাগরকে গ্রেফতার করা হইছে। পুলিশ আমাদের কোনো তথ্য দিতেছিল না। তখন আমরা বিক্ষোভ করি। এ সময় থানার ওসি বিএনপির লোকজনকে খবর দিয়ে আমাদের উপর হামলা করিয়েছে।’

তবে ওসি এনায়েত হোসেন এ অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘ছাত্রলীগ নেতার স্বজনেরা ক্ষুব্ধ হয়ে উঠলে পুলিশ থানার গেট বন্ধ করে দিয়ে ভেতরে অবস্থান নেয়। তখন এলাকার কিছু বিএনপি ও ছাত্রদলের নারী কর্মীরা বিক্ষোভকারীদের ওপর চড়াও হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিরাপত্তার স্বার্থে গ্রেফতার ছাত্রলীগ নেতার মাকে হেফাজতে নেয় পুলিশ। বাকিদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি এখন শান্ত আছে।’

থানায় ছাত্রলীগ নেতার স্বজনদের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী বলেন, ‘মারধরের কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। এমনটা হলে আমি জানতাম। আমি এ বিষয়ে খোঁজ নেব। এমন কোনো ঘটনা ঘটে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  ছাত্রলীগ নেতা   থানা ঘেরাও   বিক্ষোভকারী   বিএনপি   হামলা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

লোহাগাড়া থানা থেকে অস্ত্র লুটের মূলহোতা গ্রেফতার
‘আমার লজ্জা নেই’ পোশাক-চেহারা বিতর্কে যা বললেন বিদ্যা
ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও, বিক্ষোভকারীদের ওপর বিএনপির হামলা
ধানক্ষেতে বন্যহাতির তাণ্ডব, নির্ঘুম রাত কাটছে সীমান্তবাসীর
শ্রীমঙ্গলে ‘তথ্য কেন্দ্র ও ব্রেস্ট ফিডিং রুম’ এর ভিত্তি প্রস্তর উদ্বোধন

সর্বাধিক পঠিত

কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক মেয়র তফাজ্জলের বিরুদ্ধে
মতলব উত্তরে আ. লীগের কার্যালয় দখল, সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ালেন বিএনপি
কাউনিয়ায় আ. লীগ সাধারণ সম্পাদক হান্নান গ্রেফতার
ত্রাণের চাল বিতরণ না করে গুদামজাত, সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত
বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close