লালপুরে কীটনাশকের বিষক্রিয়ায় কৃষকের মৃত্যু
তুষার ইমরান, লালপুর ( নাটোর)
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ২:৪০ পিএম (ভিজিটর : ৩৭)

ছবি: সংগৃহীত
নাটোরের লালপুরে কীটনাশক প্রয়োগের সময় বিষক্রিয়ায় রাজন আলী (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৬টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত রাজন আলী লালপুর উপজেলার হাবিবপুর গ্রামের জামিরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল সকালে রাজন নিজ খেতে কীটনাশক ছিটাতে যান। এ সময় তিনি কোনো ধরনের সুরক্ষা ব্যবস্থা না নিয়ে খোলা মুখেই স্প্রে করছিলেন। কিছু সময়ের মধ্যেই বিষক্রিয়ার প্রভাবে তিনি ক্ষেতেই অচেতন হয়ে পড়েন।
পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসকরা তার অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে দীর্ঘ ১০ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
কেকে/এএস