আজ মঙ্গলবার খোলা কাগজে ‘পৌর ভবন না করেই মেয়রের পকেটে কোটি টাকা’ শিরোনামে অনুসন্ধানী রিপোর্ট প্রকাশের পর পৌরসভার অ্যাকাউন্টে কোটি টাকা জমা বাবদ ফেরত দিতে বাধ্য হয়েছেন বাঞ্ছারামপুরের সাবেক মেয়র তফাজ্জল হোসেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে বাঞ্ছারামপুরে আওয়ামী লীগের দাপুটে নেতা ও সাবেক পৌরসভার মেয়র (বর্তমানে পলাতক) তফাজ্জল হোসেন এ টাকা ফেরত দেন।
ঋণের নামে নাটক সাজিয়ে গত ২০২৪ সালের ১১ই ফেব্রুয়ারি ও ১৯ ফেব্রুয়ারি তার আপন শ্যালক লিটনের ও কর্মচারী কারনের সহায়তায় ৫০ লাখ করে ২ দফায় ১ কোটি টাকা বাঞ্ছারামপুর ইউসিবি ব্যাংক থেকে উত্তোলন করে নিজে হাতিয়ে নেন।
যা আজ কারন মিয়ার মাধ্যমে এই টাকা ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাঞ্ছারামপুর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মো. নজরুল ইসলাম।
ইউসিবি ব্যাংকের স্থানীয় ম্যানেজার মো.লায়েছ মিয়া জানান, আজ সকাল সাড়ে দশটায় কারন মিয়া নামে এক ব্যক্তি পৌরসভার অ্যাকাউন্টে ১ কোটি টাকা জমা করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. দিদারুল আলম মুঠোফোনে জানান, খোলা কাগজকে এমন তথ্য নির্ভর সংবাদ প্রকাশের জন্য ধন্যবাদ জানান।
তিনি বলেন, টাকা ফেরত দেওয়াতেই শেষ নয় তার (মেয়র) বিষয়ে তদন্ত কমিটি হবে। জবাবদিহি করতে হবে।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা ও বর্তমান পৌরসভার প্রশাসক নজরুল ইসলাম জানান, আমরা তো জানতামই না। খোলা কাগজের জন্য রাষ্ট্রের ১ কোটি টাকা ঝুট-ঝামেলা ছাড়া ফেরত এলো। এখন পরবর্তী করণীয় আমরা করব।
কেকে/ এএস