সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগ্নে পরিচয়দানকারী ও দুই হত্য মামলার আসামিকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।
রোববার (২০ এপ্রিল) রাত সাড়ে ১১টায় ছাত্র-জনতা তাকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে আটক করে রমনা থানায় হস্তান্তর করে। পরে ওই থানা পুলিশ আজ তাকে শ্রীপুর থানায় হস্তান্তর করে।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টায় খোলা কাগজকে এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মণ্ডল। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী ওই ব্যক্তির নাম আলী হায়দার রতন (৫০)। তিনি নোয়খালী জেলার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। শ্রীপুরের মাওনা এলকায় তিনি বিয়ে করেছেন।
ওসি জানায়, শ্রীপুর থানায় তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা আছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শ্রীপুর থানায় এই দুটি মামলা রুজু হয়। ফলে মামলার পরিপ্রেক্ষিতে ওই আসামিকে পুলিশ শ্রীপুর থানায় হস্তান্তর করে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামীম আখতার বলেন, ‘গ্রেফতার আলী হায়দার রতন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগ্নে হিসেবে পরিচিত। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
কেকে/এএস