মাদারীপুরের খোয়াজপুরে আলোচিত চার খুনের ঘটনায় অপরাধীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে স্বজন ও এলাকাবাসীর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ করা হয়।
মানববন্ধনে নিহতর স্বজনরা বলেন, মসজিদে ঢুকেও শেষ রক্ষা হলো না। মসজিদের মধ্যে ঢুকে নির্মমভাবে কুপিয়ে চারজনকে হত্যা করা হলো। আমরা এ সরকারের কাছে একটা দাবি জানাই এ হত্যার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে সঠিক বিচার করতে হবে।
নিহতের পরিবারগুলো পথে পথে ঘুরছে, পরিবারগুলো ধ্বংস করে দিয়েছে খুনিরা। মায়ের চোখের সামনে সন্তানের এমন লাশ আমরা আর দেখতে চাই না। আমরা সরকারের কাছে এ হত্যাকারীদের ফাঁসির দাবি জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন, নিহত আতাউর সরদারের মা সুফিয়া বেগম, শ্রী মাহমুদা আক্তার, নিহত সাইফুল সরদারের শ্রী সেতু আক্তার, নিহত অলিল সরদারের স্ত্রী রজিনা বেগম, চাচা মজিবর সরদার, নিহত তাজেলের মা বিলকিস বেগমসহ প্রায় শতাধিক মানুষ।
কেকে/এএস