মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫,
৯ বৈশাখ ১৪৩২
বাংলা English

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
শিরোনাম: ইনসাফের আকাঙ্ক্ষা থেকেই চব্বিশের লড়াই: ব্যারিস্টার ফুয়াদ      স্বর্ণের দাম ইতিহাসে রেকর্ড      সংঘর্ষ উত্তেজনার পর দুই দিন বন্ধ সিটি কলেজ      নির্বাচনে জনআস্থা ফিরিয়ে আনাই ইসির বড় চ্যালেঞ্জ: সাইফুল হক      বাজারে বাণিজ্য উপদেষ্টার মনোযোগ বাড়াতে হবে: ইসলামী আন্দোলন      কোনো অভ্যুত্থান বা বিপ্লব ৩৬ দিনে হয় না: রুমিন ফারহানা      সিভিল ড্রেসে আসামি ধরতে পারবে না পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা      
রাজনীতি
বাজারে বাণিজ্য উপদেষ্টার মনোযোগ বাড়াতে হবে: ইসলামী আন্দোলন
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৭:০৫ পিএম আপডেট: ২২.০৪.২০২৫ ৭:১৫ পিএম  (ভিজিটর : ৭৭)
ফাইল ছবি

ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, বাজারে বাণিজ্য উপদেষ্টার  মনোযোগ বাড়াতে হতে হবে। কারণ রমজানের পর বাজারে আবারো পূর্বের সিন্ডিকেট সক্রিয় হয়েছে। রোজায় সরকারের বিশেষ পদক্ষেপের কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল। এখন আবার সবজিসহ দ্রব্যমূল্যের বাজার ফ্যাসিস্ট আমলে ফিরে যাচ্ছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল ৫টায় রাজধানীর গুলশানে একটি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ গুলশান থানা শাখার সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি আরও বলেন, রমজানে বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট বিভাগের সক্রিয় ভূমিকার কারণে ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে আমরা এটাও দেখেছি সরকার আন্তরিক হলে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব। আন্তর্জাতিক আমদানি-রপ্তানিতে বাণিজ্য উপদেষ্টার ভূমিকা প্রশংসার দাবি রাখে। কিন্তু দেশীয় বাজারে যদি সিন্ডিকেট বহাল থাকে, তাহলে বাণিজ্য উপদেষ্টার সকল ভূমিকাই ম্লান হয়ে যাবে। দেশে উৎপাদিত পণ্য-সামগ্রী জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। কোন ধরণের মাফিয়া বা সিন্ডিকেটকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না। তাহলেই জুলাই বিপ্লব পরবর্তী সংস্কার অর্থবহ হবে।

শেখ ফজলে বারী মাসউদ বলেন, অভ্যন্তরীণভাবে উৎপাদিত খাদ্য-পণ্যের যথেষ্ট মজুদ রয়েছে। আলুর দাম নিম্নমুখী হলেও দেশি পেয়াজের মূল্য একলাফে ৬০ টাকা হওয়ার উল্লেখযোগ্য কোনো কারণ নাই। পরিবর্তিত পরিস্থিতিতে দেশে উৎপাদিত সকল পণ্যের উৎপাদন ভালো হয়েছে। অন্যদিকে যেসব পণ্য বিদেশ থেকে আমদানি করা হয় সেগুলোর দাম বিশ্ব বাজারে কমলেও বাংলাদেশের বাজারে তার প্রতিফলন নেই। দ্রব্যমূল্যের ব্যাপক ঊর্ধ্বগতি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য নতুন করে  চ্যালেঞ্জ তৈরি করবে। তাই এখনই বাণিজ্য উপদেষ্টা সতর্কতার সাথে ভোক্তা অধিকারসহ অন্যান্য  মাধ্যমে বাজার তদারকি করার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন।

থানা শাখার সভাপতি আলহাজ্ব শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নগর উত্তরের অ্যাসিস্টেন্ট সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তফা আল মামুন মনির, মুফতি নিজাম উদ্দিন, মোকাররম হোসেন, আওলাদ হোসেন, আব্দুল্লাহ প্রমুখ।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  বাজার   বাণিজ্য উপদেষ্টা   মনোযোগ বাড়াতে হতে হবে   ইসলামী আন্দোলন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

লোহাগাড়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত শ্রীমঙ্গল থানার আমিনুল ইসলাম
রাউজানে আবারো যুবদলকর্মীকে গুলি করে হত্যা
বাঞ্ছারামপুরে শিশু ধর্ষণের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
হাতীমারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা

সর্বাধিক পঠিত

খোলা কাগজে সংবাদ প্রকাশের ৫ ঘণ্টার মধ্যে কোটি টাকা ফেরত দিলেন মেয়র
খাদ্যে বিষক্রিয়ায় পাঁচ বছরের শিশু অসুস্থ, আটক ১
নিজেই দোসর হয়ে এসিল্যান্ডকে বলেন ফ্যাসিবাদের দোসর
জুলাই বিপ্লবে নিহত রিপন মিয়ার লাশ উত্তোলনে বাঁধা, ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট!
ফুলবাড়ীতে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close