কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের হাতীমারা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মো. জাফর ইকবাল বাচ্চুকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ফুল দিয়ে বরণ করে নেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) হাতীমারা উচ্চ বিদ্যালয়ে হলরুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
মো. জাফর ইকবাল বাচ্চু বলেন, আমাকে হাতীমারা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি বিগত বছরগুলোতে বিদ্যালয়ের যে সকল উন্নয়নমূলক কাজ অসমাপ্ত রয়েছে তা আমার মাধ্যমে পরিপূর্ণ হবে।
তিনি উপস্থিতিদের উদ্দেশ্যে বলেন, আপনার আমার পাশে থাকলে সরকারি ও আমার নিজস্ব অর্থায়নের মাধ্যমে এই প্রতিষ্ঠানের যে কোন উন্নয়নমূলক কাজ সুন্দর ও দ্রুত গতিতে এগিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ।
বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মো. জাফর ইকবাল বাচ্চুর সভাপতিত্বে পরিচিতি সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ ফজলুর রহমান, অভিভাবক সদস্য রফিকুল ইসলাম, শিক্ষানুরাগী মকবুল আহমদ, রফিকুল ইসলাম, বাবুল মিয়া, আবদুল আহাদ, আব্দুর রাজ্জাক স্বপন, জহিরুল ইসলাম মাছুম, টিটু, পারভেজ, শাহিন, শাহাদাত, মোহন প্রমুখ।
এতে বিদ্যায়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে ওইদিন হাতীমারা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি মো. জাফর ইকবাল বাচ্চুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ।
কেকে/এজে