চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর সেই আগুনে পুড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর স্বপ্ন।
শনিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় অল্প সময়ের আগুন কেড়ে নিয়েছে দুই বছরের লালিত স্বপ্নের ব্যবসা ও উদ্বোধনের অপেক্ষায় থাকা স্বপ্ন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনার আগেই আগুন তার ধ্বংসযজ্ঞ শেষ করেছে। চবির ২০১৮-১৯ সেশনের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম জিহাদ ও রাব্বি তালুকদার ‘স্টেশন জ্যাম’ নামে একটি দোকান দেন। রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ফরহাদ ও সমাজতত্ত্ব বিভাগের খাদিজা ‘নোঙর’ নামে আরেকটি দোকান দেন। জমানো টাকা আর অনেক কষ্টের এই দুই ফার্স্ট ফুডের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার নেপথ্যে নির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
এই ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা শোক প্রকাশ করে বিবৃতিতে জানান, ‘উক্ত ঘটনার নেপথ্যের কারণ খুঁজে বের করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সেইসাথে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক পরিচালিত ‘নোঙর’ এবং ‘স্টেশন জ্যাম’ নামে যে দুটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যা ক্ষতি সাধন হয়েছে, তা লাঘবের উদ্দেশ্যে এদের পরিচালকদের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।’
কেকে/এমআই