বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো।
রোববার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় এ বৈঠক শুরু হয়। প্রায় ঘন্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো এর নেতৃত্বে চার্জ দ্যা অ্যাফেয়ার্স মিচেল লো ও সিঙ্গাপুর হাইকমিশনের ডেস্ক অফিসার রাহুল আব্রাহাম বিএনপির মহাসচিবের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।
বৈঠকের পর আমীর খসরু মাহমুদ চৌধুরী সংবাদ ব্রিফিং এ বলেন, ‘‘ এটি সৌজন্য সাক্ষাৎ ছিলো। দুই দেশের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। তারা বিশ্বাস করে যে, দুই দেশের মধ্যে অর্থনৈতিক কর্মকান্ড বিনিয়োগসহ যে সব বিষয়ে সিদ্ধান্তের ব্যাপার আছে সেই সিদ্ধান্তের ব্যাপারে তারা মনে করে যে, বাংলাদেশে একটি নির্বাচিত সরকার থাকলে সেই সিদ্ধান্তগুলো নিতে সহজ হয়, তারা এও মনে করে যে, একটা নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক কর্মকান্ড এগিয়ে নেয়া সম্ভব না।”
কেকে/এইসএস