মৌলভীবাজারে অবৈধভাবে সরকারি খাস জমি দখল ও মাটি কাটার অপরাধে মো. আবুল কাসেম (৩০) নামের এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে মৌলভীবাজার সদর উপজেলার ১০নং নাজিরাবাদ ইউনিয়নের ছিকরাইল গ্রামে মোবাইল কোর্টের মাধ্যমে এ কারাদণ্ড প্রদান করা হয়।
আবুল কাসেম মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের দুঘর গ্রামের আকলু মিয়ার ছেলে।
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন বলেন, ‘আসামিকর্তৃক দোষ স্বীকারোক্তির পর ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ১১ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ঘোষণাপূর্বক থানা পুলিশের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। সরকারি জমি দখল ও অবৈধভাবে মাটি-বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
কেকে/ এমএস