শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫,
১০ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশমালা হস্তান্তর      জুলাই বিপ্লবের কৃতিত্ব জানালেন মির্জা ফখরুল      তাড়াশে গাছে গাছে আমের মুকুল ম-ম ঘ্রাণে মুখরিত       সশস্ত্র বাহিনী প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প      মুসলিম উম্মাহ’র শান্তি কামনার মধ্য দিয়ে চরমোনাই মাহফিল সমাপ্ত      সুনামগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১৪৪ ধারা জারি       ছাত্ররাজনীতি নিষিদ্ধ চাওয়া ছাত্ররাই এখন রাজনীতিতে      
প্রিয় ক্যাম্পাস
ঢাবির সূর্য সেন হল কুইজ ক্লাবের নতুন নেতৃত্বে মাহবুব ও সাদ
ঢাবি প্রতিনিধি:
প্রকাশ: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ১:১৫ পিএম  (ভিজিটর : ২০০)
নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। ছবি: প্রতিনিধি

নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। ছবি: প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল কুইজ ক্লাবের ২০২৪-২৫ সেশনের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শোয়াইব হোসাইন সাদ। নব গঠিত কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করতে বলা হয়।


এর আগে গত ২৯ শে অক্টোবর উপদেষ্টা প্যানেলের মধ্য থেকে সর্বশেষ কমিটির সভাপতি মির্জা সাকিব, সেক্রেটারি জাহিদ মন্ডল এবং সূর্যসেন হল কুইজ ক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির সাবেক সভাপতি রিমন আল মাহদির স্বাক্ষরের মাধ্যমে নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়। তবে তা প্রকাশিত হয় মঙ্গলবার (৫ ই নভেম্বর)। 

৯ সদস্যবিশিষ্ট আংশিক নতুন কমিটির অন্যদের মধ্যে সহ-সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন আলমগীর হোসাইন এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাজিব মিয়া ও মো. ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দফতর সম্পাদক নজরুল ইসলাম সৌরভ, কোষাধ্যক্ষ মো. তানজিম আহমেদ এবং প্রচার সম্পাদক মো. আশিক মনোনীত হয়েছে। 

সূর্যসেন কুইজ ক্লাবের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ে কুইজ ভিত্তিক জ্ঞান অর্জনের প্রথম এবং প্রধান পথ প্রদর্শক হলো সূর্যসেন হল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে হলে কুইজ ক্লাব প্রতিষ্ঠার ক্ষেত্রেও সূর্যসেন হল পথিকৃৎ এর ভুমিকা পালন করেছে। প্রতিষ্ঠা কাল থেকে এযাবৎ কাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের  কুইজ সোসাইটিতে যারাই নেতৃত্ব দিয়েছেন তাদের অধিকাংশই সূর্যসেন হল কুইজ ক্লাবে গড়ে উঠা সংগঠক। তাই এটা বলার অপেক্ষা রাখে না যে সূর্যসেন হল কুইজ ক্লাবের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। এবং বিভিন্ন সময়ে এই ক্লাবের সদস্যরা আন্ত:হল, আন্ত:বিশ্ববিদ্যালয় সহ নানান প্রতিযোগিতায় ক্লাবের হয়ে সুনাম বয়ে এনেছে। আমি আশা করি আমাদের এই নতুন যাত্রার মাধ্যমে সূর্য সেন হল কুইজ ক্লাব  তার স্বগৌরবে ধাবমান হবে এবং ক্লাবের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে অনেক দূর এগিয়ে যাবে। এ দায়িত্ব যেন ভালোভাবে পালন করতে পারি সে জন্য  সকলের নিকট দোয়াপ্রার্থী।

সূর্য সেন হল কুইজ ক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো: শোয়াইব হোসাইন সাধ বলেন, সূর্যসেন হল কুইজ ক্লাব  ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী বিতর্ক সংগঠন। যেটি আন্ত: বিশ্ববিদ্যালয় কুইজ প্রতিযোগিতা সহ দেশের নানান কুইজ প্রতিযোগিতায় বিগত সময়ে সফলতার স্বাক্ষর রেখে চলেছে। এই কমিটির হাত ধরে ক্লাবের সাবেক ও বর্তমানের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সূর্য সেন হল কুইজ ক্লাব তার গৌরবৌজ্জ্বল ইতিহাসকে আরো বেশি শাণিত করবে বলে প্রত্যাশা করছি।


কেকে/এইচএস



আরও সংবাদ   বিষয়:  ঢাকা বিশ্ববিদ্যালয়   
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ভ্যানচালকের জমিতে কোটিপতির আধিপত্য বিস্তার
জবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
আধিপত্য বিস্তারে বিএনপি-আ.লীগ সংঘর্ষে আহত ৫০
টঙ্গীতে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
জমি নিয়ে সংঘর্ষে নারী নিহত, আহত ২০

সর্বাধিক পঠিত

ভূঞাপুরে যুবদল নেতাকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা
মহিলা জামায়াত নেত্রীকে ছুড়িকাঘাতে হত্যা
দেশে চলমান নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে নোবিপ্রবিতে মশাল মিছিল
গঙ্গাচড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মিস্টার গ্রেফতার
বাসে ডাকাতি: দায়িত্বে অবহেলার অভিযোগে ওসি সিরাজুলকে প্রত্যাহার

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝