গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা বাজারে চাঁদা তোলা নিয়ে ইজারাদার ও ব্যবসায়ীদের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধায় মাওনা চৌরাস্তায় এলাকায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
আহত তিনজনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধান অবস্থায় আছে বলে বিষয়টা নিশ্চিত করে জানিয়েছেন হাসপাতালের টিএস শফিকুল ইসলাম।
স্থানীয় বাসিন্দারা বলেন, মাওনা চৌরাস্তায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে সাবেক শ্রমিক দল নেতা কাজল ফকির গ্রুপ ও কৃষক দল নেতা আবুল হোসেন গ্রুপ দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় বর্তমানে শ্রীপুর উপজেলা কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ইজারাদার পক্ষের আতিকসহ তিন জন । আহত আতিক, শ্রমিক দলের তেলিহাটি ইউনিয়ন সভাপতি।
সাবেক শ্রমিকদল নেতা কাজল ফকির ও আবুল হোসেনের ফোন বন্ধ পাওয়া গেছে। বিএনপি উপজেলা সাধারণ সম্পাদক আক্তার হোসেনকে একাধিক বার ফোন দিলে তিনি ফোন কেটে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ সময় একাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
রাত ৯ টায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানিয়েছেন, ইজারাদার ও ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেকে/এআর