বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠণিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, কুমার নদ আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে হবে। এই অবৈধ কর্মকান্ডের সাথে যারা জড়িত থাকবে তাদের ছাড় দেওয়া হবে না।
শনিবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় ফরিদপুরের সালথা উপজেলার বড়দিয়া বাজারে কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বিএনপির আয়োজনে জনসচেতনতা মূলক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
তিনি প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে আরো বলেন, আমাদের ফরিদপুরে যারা এসব অবৈধ বালু উত্তোলনে সহযোগিতা করবে, তাদেরকে চিহৃিত করে আইনের আওতায় আনতে হবে।
উপজেলা বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন— উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী, সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান, নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বাবুল তালুকদার, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, শিক্ষক নেতা মো. জাহিদ হোসেন।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন মাতুব্বর, গট্টি ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল মাতুব্বর, যুবদল নেতা এনায়েত হোসেন, বালাম হোসেন, শাফিকুল ইসলাম, মাহফুজ খান, চৌধুরী মামুন, ছাত্রদল নেতা আনিছুর রহমান তাজুল, রেজাউল ইসলাম রাজ, সাইফুল আলম প্রমুখ।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের জন্য গত তিন মাসে ১৫টি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। সেক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।
কেকে/এএম