ইরানের রাজধানী তেহরানের এক হাজার কিলোমিটার দক্ষিণে বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণে ১৯৫ জন আহত হয়েছেন।
শনিবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণে ইরানের বন্দর আব্বাস শহরের বন্দর আব্বাসে একটি বিশাল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে প্রায় দুই শত মানুষ আহত হয়েছে।
ইরানের শুল্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, বিস্ফোরণটি সিনা কন্টেইনার ইয়ার্ডে ঘটেছে, যা বন্দর ও সমুদ্র সংস্থার সাথে সম্পৃক্ত।
হরমোজগান প্রদেশের ক্রাইসিস ম্যানেজমেন্ট অর্গানাইজেশনের পরিচালক মেহরদাদ হাসানজাদেহ বলেছেন, আহতদের চিকিৎসা সুবিধায় স্থানান্তর করা হয়েছে।
তিনি আরো বলেছেন যে নিরাপত্তা কর্মকর্তারা এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিরাপত্তা সতর্কতা জারি করেছেন।
উল্লেখ্য, শহীদ রাজাই বন্দর প্রধানত কনটেইনার ট্রাফিক পরিচালনা করে এবং তেল ট্যাঙ্ক এবং অন্যান্য পেট্রোকেমিক্যাল সুবিধাও রয়েছে।
কেকে/এএম