সোমবার, ২৮ এপ্রিল ২০২৫,
১৫ বৈশাখ ১৪৩২
বাংলা English

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
শিরোনাম: শেখ হাসিনার জুলাই-আগস্ট গণহত্যার বিচার শুরু মে মাসে      কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে চীন      ‘হাসিনাকে চুপ রাখতে পারবেন না মোদি’      টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তানজিম সাকিবের অভিষেক      কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তানের ফের গোলাগুলি      ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা      নির্বাচনে কালক্ষেপণ, ঝুঁকিতে পড়বে দেশ      
প্রিয় ক্যাম্পাস
ইউএপিতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘ক্যারিয়ার ফেয়ার’ অনুষ্ঠিত
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৫:৫১ পিএম আপডেট: ২৬.০৪.২০২৫ ৫:৫৭ পিএম  (ভিজিটর : ১৪৯)
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে দিনব্যাপী ‘ক্যারিয়ার ফেয়ার-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) ঢাকার গ্রিন রোডে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতীয় এবং বহুজাতিক প্রতিষ্ঠানের স্টল প্রদর্শনী, ক্যারিয়ার ওয়ার্কশপ, প্যানেল আলোচনা, সিইও আলোচনা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থী এবং চাকরিপ্রার্থীদের মূল্যবান ক্যারিয়ার সুযোগ প্রদানের লক্ষ্যে এই অনুষ্ঠানে ২০টিরও বেশি শীর্ষস্থানীয় জাতীয় এবং বহুজাতিক কোম্পানি অংশগ্রহণ করেছিল।

ইউএপির উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান ক্যারিয়ার ফেয়ারের উদ্বোধন করেন। তার উদ্বোধনী বক্তব্যে, উপাচার্য একাডেমিয়া এবং শিল্পের মধ্যে ব্যবধান কমাতে, শিক্ষার্থীদের তাদের পেশাগত যাত্রার জন্য আরও ভালোভাবে প্রস্তুত করতে সহায়তা করার জন্য এই ধরণের ইভেন্টের গুরুত্বের ওপর জোর দেন।

ডিপিএইচই’র সিডব্লিউআইএস-এফএসএম সেলের সিইও ড. আবদুল্লাহ আল মুয়ীদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শেখ আনোয়ার হোসেন, স্কুল অফ ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. জি. আর. আহমেদ জামাল এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. নেহরিন মাজেদ।

ক্যারিয়ার ফেয়ারটি একটি গতিশীল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে, যা শিক্ষার্থীদের শীর্ষস্থানীয় নিয়োগকর্তাদের সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে, বিভিন্ন চাকরির সুযোগ অন্বেষণ করতে এবং বিভিন্ন শিল্পে ক্যারিয়ারের পথ সম্পর্কে অন্তর্দৃষ্টি অর্জন করতে সক্ষম করে।

গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কেএম হাসান রিপন একটি ক্যারিয়ার কর্মশালা পরিচালনা করেন।

“সিইও’স ক্যারিয়ার টকস” অধিবেশনে, মেনার্ড এশিয়ায় বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ফাহিমা শাহাদাত এবং এলসিটি সলিউশন সেন্টারের সিইও ফিরোজ এম. জাহিদুর রহমান তাদের অভিজ্ঞতা এবং পরামর্শ প্রদান করেন।

বেসাইড অ্যানালিটিক্সের সিইও ড. সাঈদ আহমেদের সঞ্চালনায় “নিয়োগকর্তার প্রত্যাশা” শীর্ষক ইন্টারেক্টিভ প্যানেল আলোচনায় বিশিষ্ট প্যানেলিস্টদের মধ্যে ছিলেন- সিইইসিসি’র প্রধান প্রশাসনিক কর্মকর্তা (এইচআর এবং অ্যাডমিন) মনিকা গুহ, ডিডিসিএল’র জিএম (এইচআর) সৈয়দ আখলাকুজ্জামান এবং রহিমআফরোজ (বাংলাদেশ) লিমিটেডের এইচআর গ্রুপ প্রধান রিফাত সুলতানা।

অনুষ্ঠানটি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজ পার্ক হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান বদরুল হাসান খান এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএপির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারপারসন স্থপতি মাহবুবা হক।

দিনব্যাপী, শিক্ষার্থীরা কর্মশালা, একের পর এক সাক্ষাৎকার এবং কোম্পানির উপস্থাপনায় অংশগ্রহণ করে, যা একটি বিস্তৃত এবং ফলপ্রসূ অভিজ্ঞতা তৈরি করে। অনেক শিক্ষার্থী বাংলাদেশ এবং বিদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার বিষয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করে। বাস্তব জগতের চাকরির সুযোগ সম্পর্কে অমূল্য অভিজ্ঞতা প্রদান করবে এবং তাদের পেশাদার ভবিষ্যত গঠন করতে পারে এমন সংযোগ তৈরিতে ক্যারিয়ার ফেয়ার সহায়তা করবে।

এজে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

লামায় দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত
সম্মিলিতভাবে জাতীয় সনদ তৈরি করা হবে: আলী রীয়াজ
ডোমারে সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা তোফায়েল গ্রেফতার
বামনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ
ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাসপ্রাপ্ত বিএনপি নেতার মৃত্যু

সর্বাধিক পঠিত

চুয়াডাঙ্গায় শিশুকে বলাৎকারের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
সরিষাবাড়ীতে সাংবাদিকের ওপর দুর্বিত্তের হামলা
ভারত-পাকিস্তান উত্তেজনার আয়ু
শহিদ বাবার পাশেই চির নিদ্রায় শায়িত হলেন লামিয়া
প্রশাসনিক ক্ষমতা ফিরে পেলেন ইউপি চেয়ারম্যান লিপ্টন

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close