জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে একধরণের স্থবিরতা বিরাজ করছে। এখনো পুরোপুরি ফেরেনি শিক্ষার পরিবেশ। আর এসব সমস্যা কাটিয়ে উঠতে শিক্ষাঙ্গন কেমন হওয়া দরকার। থাকছে বিস্তারিত আলোচনায়।
প্রথমত, মুক্ত জ্ঞানচর্চার পরিবেশ থাকা প্রয়োজন। যেখানে সকল শিক্ষার্থীরা উন্মুক্ত জ্ঞান চর্চা করতে পারবে।
দ্বিতীয়ত, ক্যাম্পাসে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করা, ক্লাসে শিক্ষকদের সাথে মন খুলে প্রশ্ন করা, একাডেমিক পড়ালেখায় মনোযোগী হওয়া।
তৃতীয়ত, বর্তমান বিশ্বের সঙ্গে প্রতিযোগীতায় আমাদের শিক্ষার্থীরা পিছিয়ে না পড়ে এজন্য সহশিক্ষা কার্যক্রমের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণের পরিবেশ থাকা।
চতুর্থত, রাজনীতি থাকলেও সকল শিক্ষার্থীর সম্পর্ক যেন পরস্পর সুন্দর থাকে। রাজনৈতিক সংগঠনগুলো যেন শিক্ষার্থীবান্ধব হয়। ক্যাম্পাসে যেন বিশৃঙ্খলা, হানাহানি বা অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি না হয়।
এছাড়াও অনেকে শিক্ষার্থীরা এখন ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত করতে চায়। আমি ব্যক্তিগতভাবে এর সঙ্গে একমত নই। কারণ মানুষ সামাজিক জীব, আর সমাজে সুস্থ রাজনৈতিক চর্চা থাকতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দিবে। সুতরাং রাজনীতি মুক্ত হলে তারা রাজনৈতিক হয়ে উঠা থেকে বঞ্চিত হবে। ফলে বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে উন্নতির দিকে নিতে পারবে না। তাই শিক্ষার্থীরা সুন্দর ও সহাবস্থানের সঙ্গে রাজনৈতিক চর্চায় যুক্ত হোক।
সর্বোপরি, ক্যাম্পাসে স্বাধীন মতপ্রকাশের সুযোগ থাকতে হবে। সবাই সবার মতপ্রকাশ করতে পারবে এমন একটা সুন্দর পরিবেশের ক্যাম্পাস হোক সকলের।
কেকে/এমআই