চাইনিজ কমিউনিস্ট পার্টি দেশে নির্বাচনের পরিস্থিতি জানতে চেয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৫ এপ্রিল) রাতে হোটেল ওয়েস্টিনে চীনের কমিউনিস্ট পার্টি'র প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
নির্বাচন বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, এটি আমাদের ইন্টারনাল ব্যাপার। আপনারা জানেন চীন অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চায় না। তবে তারা জেনেছে দেশে নির্বাচনের পরিস্থিতি কী, দেশের বর্তমান পরিস্থিতি কী। আমরা সেটা নিয়ে তাদেরকে ব্রিফ করেছি।
তিনি বলেন, চাইনিজ কমিউনিস্ট পার্টির সঙ্গে আজ আমাদের মিটিং ছিল। চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের একটা পুরোনো সম্পর্ক আছে। এই সম্পর্ক এখন আরো গভীর থেকে গভীরতর হচ্ছে, আমাদের দুই পার্টির সম্পর্ক আরো বৃদ্ধি পাচ্ছে ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে।
বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা কী আশা করছেন এ নিয়ে কিছু বলেছে কি না এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, তারা সবসময় বাংলাদেশে একটা স্থিতিশীলতা চায়, একটা শক্তিশালী বাংলাদেশ দেখতে চায় এবং দেশে একটা সার্বিক ডেমোক্রেটিক পরিবেশ দেখতে চায়।
কতদিনের মধ্যে তারা নির্বাচন দেখতে চায় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ধরনের কোনো প্রশ্ন তারা করেনি।
এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টায় দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরো চীনের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটি আন্তর্জাতিক বিভাগপেং জিউবিনের নেতৃত্বে ৮ সদস্য প্রতিনিধি দল এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৭ সদস্য প্রতিনিধি এ বৈঠকে অংশ নেন।
বিএনপি প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপি আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য হুমায়ুন কবির, বিএনপি মিডিয়া সেল সদস্য মাহমুদা হাবিবা ও বিএনপি চেয়ারপার্সন একান্ত সচিব বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার।
চীনের প্রতিনিধি দলের সদস্যরা হলেন— দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরো উপপরিচালক চেন জুয়ানবো, IDCPC তৃতীয় সচিব দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরো চেন ইয়াংপেই, IDCPC ব্যুরো ফর দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশীয় অ্যাফেয়ার্স ঝাং গুইউ, IDCPC ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ঢাকাস্থ চীনের দূতাবাসের রাজনৈতিক বিভাগের পরিচালক ঝাং জিং, ঢাকাস্থ চীনের দূতাবাস রাজনৈতিক বিভাগে সংযুক্ত লিউ হংরু।
কেকে/এএম