পাবনার চাটমোহরে হিন্দু সম্প্রদায়ের ছেলে কর্তৃক ফেসবুকে মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে হান্ডিয়াল চাটমোহরের মুসলিম জনতা।
শনিবার (৯ নভেম্বর) রাত সাড়ে আটায় হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজার সড়ক প্রদক্ষিণ করে হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ মিছিল শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান দেন বিক্ষোভকারীরা। এ সময় বক্তারা বলেন, হান্ডিয়াল একটি সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা। হিন্দু মুসলমানদের দীর্ঘদিনর সুসম্পর্ক কেউ ষড়যন্ত্র করে নষ্ট করতে পাররে না। প্রশাসনের নিকট ইসলাম এবং রাসুল (সা.) কে নিয়ে কটুক্তিকারীর বিচারের দাবি জানিয়ে দ্রুত এর সুষ্ঠ বিচার না হলে পরবর্তী কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
কটুক্তিকারী চাটমোহর উপজেলার হান্ডিয়াল বল্লভপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের শ্রী কালা সরকারের ছেলে প্রশান্ত সরকার (৩৬)। সে তার নিজ ফেসবুক আইডিতে (ফেসবুক আইডি চৎড়ংধহঃড় উব) ইসলাম এবং রাসুল (সা.) কে কটুক্তি করে ট্যাটাস দেয়।
খবর পেয়ে দ্রুত ঘটনার স্থল পরিদর্শন করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেদুয়ানুল হালিম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম। তারা আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে মর্মে খবর জানাগেছে।
কেকে/এমআই