গাজীপুরের কাপাসিয়ায় এক ভূমিদস্যু প্রতারকের বিরুদ্ধে ভুক্তভোগী ও স্থানীয় লোকজন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। অভিযুক্ত আরিফুল ইসলাম দরদরিয়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে উপজেলার রায়েদ ইউনিয়নের দরদরিয়া চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
ভুক্তভোগী আল আমিন বলেন, আরিফুরের সঙ্গে তাদের জমি নিয়ে মনোমালিন্য ছিল এটাকে কেন্দ্র করে তাকে একাধিক মামলায় ফাঁসানো হয়। মিলন জানান আরিফুলের সঙ্গে তার পারিবারিক বিরোধ ছিল এর জেরে আরিফুল তাকে পরপর দুটি মামলায় জেল খাটায় এবং রাজনৈতিক অপবাদ দিয়ে বিভিন্নভাবে হয়রানি করে।
এলাকার প্রায় ১৫ থেকে ২০ জন ভুক্তভোগী তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দায়ের করেন আরিফুল সবাইকে বিভিন্নভাবে মামলায় জড়িয়ে হয়রানি করে থাকে। তার মামলার ভয়ে কেউ তার বিরুদ্ধে কথা বলতে বা অভিযোগ দায়ের করতে সাহস পায়নি।
অভিযুক্ত আরিফুল নিজেকে অ্যাডভোকেট দাবি করে কিন্তু প্রকৃতপক্ষে তিনি কোটে আসা-যাওয়া করেন এবং বিভিন্ন উকিলদের মামলা এনে দেন। বিগত সরকারের আমলে তিনি নিজেকে একজন আওয়ামী লীগের নেতা দাবি করে মানুষের জমি দখল করেন। এ ব্যাপারে আরিফুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
কেকে/এএস