শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) গুচ্ছ ভর্তি পরীক্ষা হতে বের করে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়াসহ ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এ দাবির সাথে নীতিগতভাবে একমত বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এএম সরওয়ারউদ্দীন চৌধুরী।
আজ রোববার (১০ নভেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের পক্ষে দাবিগুলোর তুলে ধরেন বাংলা বিভাগের আবু সালেহ মো. নাসিম ও ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের পলাশ বখতিয়ার।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- ১. শাবিপ্রবিকে গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের করে এনে স্বতন্ত্রভাবে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজন করতে হবে। ২. সেশন জোট কমিয়ে আনার জন্য আগামী ৩ সেমিস্টার ৪ মাস করে সময়ে শেষ করতে হবে। ৩. আন্দোলনে হামলার সাথে জড়িত এবং হলে অস্ত্র ও মাদকের সাথে জড়িত ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। ৪. ভর্তি পরিক্ষায় মুক্তিযোদ্ধা এবং পোষ্য কোটা বাতিল করতে হবে। ৫. কেন্দ্রীয় লাইব্রেরিতে উন্মুক্ত রিডিং রুমের ব্যবস্থা করতে হবে।
গুচ্ছ ভর্তি পরীক্ষার ব্যাপারে উপাচার্য বলেন, এ দাবির ব্যাপারে আমরা নীতিগতভাবে একমত। এক বছরব্যাপী ভর্তি প্রক্রিয়ার পরেও এখনো অনেক আসন ফাঁকা রয়েছে। আমরা মনে করছি গুচ্ছ ভর্তি পরীক্ষা হতে বের হয়ে গেলেই আমাদের বিশ্ববিদ্যালয়ে জন্য ভালো হবে।
অন্যান্য দাবিগুলোর ব্যাপারে তিনি বলেন, শিক্ষার্থীদের যোক্তিক দাবিগুলোর সাথে আমি একমত। এ ব্যাপারে শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগীতা প্রয়োজন।
কেকে/এজে