বাঞ্ছারামপুরে বজ্রপাতে ১ জনের মৃত্যু
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৪:৪০ পিএম আপডেট: ২৮.০৪.২০২৫ ৫:৫৬ পিএম (ভিজিটর : ৪০০)

প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বজ্রপাতে মানিক মিয়া (৬০) নামে এক কৃষক মারা গেছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক কৃষক হানিফ মিয়া (৬০)।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার সোনারামপুর ইউনিয়নের চরমরিচাকান্দির বিলপাড়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঞ্ছারামপুর ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের টিএসআই রঞ্জন বর্মন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বজ্রপাতের সময় মাঠে কাজ করছিলেন মানিক ও হানিফ। ঘটনাস্থলেই মানিক মিয়া মারা যান। আহত হানিফ মিয়াকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়।
কেকে/এএম