সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বোরো ধান কাটার উৎসব শুরু হয়েছে। প্রথমবার চাষাবাদ হওয়ায় নতুন জাত ব্রি ধান-৯৬ এর বৃত্তাকার পদ্ধতি হাফ শতক জমিতে নমুনা শষ্য কর্তন করা হয়।
রোববার (২৭ এপ্রিল) বিকালে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের সাতটিকরী গ্রামের নাইমুরি ব্লকে বোরো ধান কাটার উৎসব শুরু করেন উপজেলা কৃষি অধিদফতর।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে সলঙ্গা ইউনিয়নে নমুনা শস্য কর্তনের উদ্বোধন করেন অতিরিক্ত পরিচালক বগুড়া অঞ্চল কৃষিবিদ মো. আব্দুল ওয়াদুদ ও উপপরিচালক খামারবাড়ি সিরাজগঞ্জ কৃষিবিদ আ. জা. মু. আহসান শহীদ সরকার।
এ সময় আরো উপস্থিত ছিলেন, এডিডি (ক্রপ) মশকর আলী, সিনিয়র মনিটরিং অফিসার পার্টনার প্রোগ্রাম বগুড়া অঞ্চল মাসুদ আহমেদ ও উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী প্রমুখ।
উপজেলা কৃষি অধিদফতর বলছে, কৃষকদের প্রশিক্ষণ চলাকালে ব্রি ধান-৯৬ আবাদে বেশ আগ্রহ দেখা গেছে অন্যান্য কৃষকদের মাঝে। আগামীতে নতুন জাতের এই ধানটি আবাদের পরিধি ব্যাপকভাবে বাড়বে বলে আশা করছেন তারা। তা ছাড়া আবহাওয়া অনুকূলে থাকলে অন্যান্য জাতসমুহের ও ভালো ফলন হবে বলে আশা করা যায়।
কেকে/এএম