ঢাকার মোহাম্মদপুরে ফের ব্যবসায়ী মনিরুল ইসলামের অফিসে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। সোমবার (২৮ এপ্রিল) দুপুর ২টার দিকে এই হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে গত ২৪ মার্চ একই স্থানে প্রথম দফায় গুলি চালানো হয়েছিল।
স্থানীয়রা জানান, দুপুর ২টা ২০ মিনিটে একটি লাল রঙের পালসার মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত দুই সন্ত্রাসী আসে। তারা দাঁড়োয়ানের ওপর গুলি চালানোর চেষ্টা করলে তিনি দৌড়ে পালিয়ে বাড়ির ভেতরে আশ্রয় নেন। এ সময় সন্ত্রাসীরা পেছন থেকে একটি গুলি করে দ্রুত মোটরসাইকেলে উঠে পালিয়ে যায়। গুলিটি বাড়ির দরজার পাশের দেয়ালে লেগে গর্তের সৃষ্টি করে।
ব্যবসায়ী মনিরুল ইসলাম খোলা কাগজকে জানান, এর আগে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল এক সন্ত্রাসী গ্রুপ। টাকা না দেওয়ায় মার্চে অফিসে গুলি চালানো হয় এবং ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছিল। তবে এবার কোনো চাঁদা চাওয়া বা হুমকি ছাড়াই হঠাৎ এসে গুলি চালানো হয়।
তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী পাঠানো হয়েছে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আগের ঘটনার একজন আসামি জেলহাজতে রয়েছে বলে তিনি জানান। তবে এখনো অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি, তবে পুলিশ কাজ করছে বলে তিনি আশ্বস্ত করেন।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী ইফতেখার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগের ঘটনার সাথে জড়িতরাই এবারও হামলা চালিয়েছে। মোটরসাইকেল শনাক্তসহ হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।
উল্লেখ্য, ৫ আগস্টের পর মোহাম্মদপুরের পাঁচটি পৃথক স্থানে গুলির ঘটনা ঘটলেও একটি পিস্তলও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
কেকে/এএম