ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় উচাখিলা ইউনিয়নে শ্মশানঘাট নিয়ে সম্প্রতি সৃষ্ট উত্তেজনাকে কেন্দ্র করে সামাজিক সম্প্রীতি রক্ষায় এক জরুরি মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ। তিনি বলেন, শ্মশানঘাট একটি ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থান। এখানে বিভেদ সৃষ্টি কিংবা সাম্প্রদায়িক উসকানি কোনোভাবেই বরদাশত করা হবে না। প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রস্তুত।
সম্প্রতি ঈশ্বরগঞ্জ উচাখিলা ইউনিয়ন এলাকায় একটি শ্মশানঘাট সংক্রান্ত জমি নিয়ে হিন্দু সম্প্রদায় ও উপজেলা প্রশাসন ভুল বোঝাবুঝি এবং উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে উসকানিমূলক মন্তব্যেরও অভিযোগ ওঠে। এ পরিপ্রেক্ষিতেই দ্রুততম সময়ের মধ্যে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভায় বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ বলেন, ‘এই দেশ আমাদের সবার। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—আমরা সবাই এ দেশের সন্তান। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হলে কেউই নিরাপদ থাকবে না।’
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. উবাইদুর রহমান বলেন, ‘যারা শান্তিপূর্ণ সহাবস্থানে বাধা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক এমপি শাহ্ নূরুল কবির শাহীন, ইসলামী সংগঠনের প্রতিনিধি, সনাতন প্রতিনিধিরা, মসজিদের ইমাম, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভা শেষে একটি যৌথ বিবৃতিতে সবাই সামাজিক সম্প্রীতি রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন এবং প্রশাসনকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
কেকে/এএস