জিলবাংলা সুগার মিলের সার ও কীটনাশক বিতরণে অনিয়ম
ওসমান হারুনী, ইসলামপুর (জামালপুর)
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৩:০৮ পিএম (ভিজিটর : ২৯)

ছবি: প্রতিনিধি
জামালপুর জিলবাংলা সুগার মিলের সিডিএ সোহেল মাহবুব ও কেন্দ্রীয় গুডাউন ইনচার্জ আব্দুর রহিমের বিরুদ্ধে আখ চাষি ঋণী কৃষকের মাঝে নিম্নমানের সার ও ভেজাল কীটনাশক বিতরণ করার অভিযোগ উঠেছে।
আখ চাষি ঋণী কৃষকের মাঝে ভেজাল কীটনাশক দেওয়ার অভিযোগে সোমবার জিলবাংলা সুগার মিল মাঠ প্রাঙ্গণে সার বিতরণ কার্যক্রম সরেজমিনে গেলে সার নিতে আসা ভোক্তভোগী জিলবাংলা সুগার মিলের আখ চাষি ঋণী কৃষকরা অভিযোগ করেন, সারের সংকট দেখিয়ে সুগার মিল থেকে তাদের জমে যাওয়া ওজনে কম ইউরিয়া সার দেওয়া হচ্ছে। এই সার দিলে আখ ক্ষেতের কোনো কাজে আসবে না। এছাড়াও ইউজেন্ট-০.৩ জিআর কীটনাশকে সঙ্গে পটাশ মিশ্রণ করে তাদের ভেজার ইউজেন্ট কীটনাশক দেওয়া হয়েছে।
চাষিরা স্ব স্ব ইউনিট থেকে ভাউচার নিয়ে ১ মাস আগে ভাউচার জমা দিলেও যথা সময়ে সার পাচ্ছে না। কৃষক সার নিতে এসে হয়রানির শিকার হচ্ছে। গোডাউনে সার থাকলেও কৃষকের জমে যাওয়া ইউরিয়া সার দেওয়া হচ্ছে বলে কৃষকের অভিযোগ। কিছু কৃষক নিরুপায় হয়ে জমানো ইউরিয়া বস্তার সার নিলেও এই নিয়ে কৃষকের মাঝে আখ চাষে অনিহা ও ক্ষোভ বিরাজ করছে।
এ ব্যাপারে অভিযুক্ত জিলবাংলা সুগার মিলের সিডিএ সোহেল মাহবুব ও কেন্দ্রীয় গোডাউন ইনচার্জ আব্দুর রহিমের সঙ্গে কথা হলে তারা এ ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি।
ভোক্তভোগী কৃষকরা নিম্নমানের ভেজাল সার বিতরণ বিষয়ে সঠিক তদন্তপূর্বক অভিযুক্ত সুগার মিলের সিডিএ সোহেল মাহবুব ও কেন্দ্রীয় গোডাউন ইনচার্জ আব্দুর রহিমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবসা নেওয়ার দাবি জানিয়েছেন।
কেকে/এএস