স্বর্ণ-অস্ত্র, গুলিসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার
মৌলভীবাজারে ৫ ডাকাতসহ ৭ জন গ্রেফতার
মো. এহসানুল হক, মৌলভীবাজার
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৫:৪৪ পিএম (ভিজিটর : ৭৩)

ছবি: খোলা কাগজ
মৌলভীবাজারের শেরপুর ঈদগাহ রোডে সংঘটিত ডাকাতির ঘটনায় পাঁচ ডাকাত ও দুই স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা।
এ সময় তাদের কাছ থেকে ২৩ ভরি স্বর্ণ, নগদ ৬ লাখ ৯ হাজার টাকা এবং দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বাড়ি মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। এদের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় আরো একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদেরও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও পুলিশ জানায়। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গত ৩ ফেব্রুয়ারি গভীর রাতে শেরপুর বাজার ঈদগাহ রোডের বাসিন্দা এমদাদ মোহাম্মদ সিরাজের বাড়িতে হামলা চালায় পাঁচ সদস্যের একটি ডাকাত দল।
দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের ভয় দেখিয়ে ২৩ ভরি স্বর্ণালঙ্কার, ৬ লাখ ৯ হাজার টাকা ও মূল্যবানসামগ্রী লুট করে নেয় তারা। ঘটনার পরপরই ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত পাঁচ ডাকাত ও দুই স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অভিযানে লুট করা স্বর্ণ, নগদ টাকা ও ডাকাতির সময় ব্যবহৃত দেশীয় অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে।
কেকে/এএস