শনিবার, ২২ মার্চ ২০২৫,
৮ চৈত্র ১৪৩১
বাংলা English

শনিবার, ২২ মার্চ ২০২৫
শিরোনাম: কেরানীগঞ্জে ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা      সাংবাদিকদের ন্যূনতম বেতনে বিসিএস নবম গ্রেড করার সুপারিশ      যাদের কাজ সেনানিবাসে, তারা সেখানেই থাকুন: হাসনাত      সুন্দরবনে আগুন, পানি পেতে সংকট       আ. লীগ নিষিদ্ধের দাবিতে জুলাই আহতদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম      একটি প্রতিষ্ঠান একটি গণমাধ্যমের মালিক হতে পারবে       কিশোরগঞ্জে হিন্দু পরিবারের নির্যাতনের শিকার মুসলিম পরিবার       
রাজনীতি
আওয়ামী লীগের পুনর্বাসিত হওয়ার সুযোগ নেই: সাইফুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১০ নভেম্বর, ২০২৪, ৫:১৩ পিএম  (ভিজিটর : ৯৩)
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ট্রাম্প বা মোদিকে নিয়ে গণহত্যার অপরাধী আওয়ামী লীগের পুনর্বাসিত হওয়ার সুযোগ নেই। গণঅভ্যুত্থানের শহিদদের সাথে এই পর্যন্ত প্রতারণা করা হয়েছে। শহিদের রক্তভেজা পথে জনগণকে তাদের মুক্তির দিশা খুঁজে নিতে হবে।

আজ রোববার (১০ নভেম্বর) সকালে শহিদ নূর হোসেন দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পর পার্টির উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা রাখেন।

তিনি বলেন, পতিত আওয়ামী লীগ রাজনৈতিক দিক থেকে এতটা দেউলিয়া যে, তাদেরকে এখন ট্রাম্পের ছবি ঝুলিয়ে ফিরে আসার চেষ্টা করতে হচ্ছে। চোরাগোপ্তা পথে ট্রাম্প বা মোদিকে নিয়ে আওয়ামী লীগের পুনর্বাসিত হবার কোন সুযোগ নেই। হাজারও ছাত্র শ্রমিক জনতার হত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ ও তাদের নেতাদের বিচার না হলে ’৮৭ সালের শহিদ নূর হোসেন থেকে শুরু করে ২৪-এর গণঅভ্যুত্থানের শহিদদের আত্মা শান্তি পাবে না। গণহত্যার জন্য দায়ী অনুসোচনাহীন ফ্যাসিস্ট আওয়ামী লীগের গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার কোন অবকাশ নেই।

তিনি বলেন, গণআন্দোলন-গণঅভ্যুত্থানের শহিদদের স্বপ্ন আকাঙ্খার সাথে প্রতারণা করা হয়েছে; বিশ্বাসঘাতকতা করা হয়েছে। শহিদের রক্তকে ক্ষমতায় যাওয়ার সিডি হিসাবে ব্যবহার করা হয়েছে।

তিনি বলেন, নূর হোসেনের জীবনদানের মধ্য দিয়ে এরশাদের পতন হয়েছিল, কিন্তু স্বৈরতন্ত্রের যেমন বিনাশ হয়নি; তেমনি ২০২৪ এর গণঅভ্যুত্থান হাসিনা সরকারকে বিদায়  দিয়েছে, কিন্তু এখনও অগণতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থা অক্ষুণ্ণ রয়েছে।

তিনি বলেন, শেকড়সহ এই ব্যবস্থার মূলোৎপাটন ঘটাতে না পারলে গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করা যাবে না। শহিদের রক্তভেজা পথেই বাংলাদেশের জনগণকে তাদের অধিকার ও মুক্তির দিশা খুঁজে নিতে হবে।

এর আগে শহিদ নূর হোসেনের সংগ্রামী স্মৃতির বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে নূর হোসেন স্কয়ারে নূর হোসেনের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

এসময় পুষ্পস্তবক অর্পণ করেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক,  কেন্দ্রীয় কমিটির সদস্য এপোলো জামালী, মীর রেজাউল আলম,  ঢাকা মহানগর সদস্য জোনায়েত হোসেন,আরিফুল ইসলামসহ ঢাকা মহানগর নেতৃবৃন্দ।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  আওয়ামী লীগ   পুনর্বাসিত   সাইফুল হক  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কেশবপুর উপজেলা বিএনপির জরুরি সভায় কঠোর নির্দেশনা
শতাধিক এতিম শিক্ষার্থীর পাশে স্মার্ট মাদারীপুর এসোসিয়েশন ইউকে
নিখোঁজের ১৩ দিনেও খোঁজ মেলেনি কলেজ ছাত্র নিয়াজের
কেরানীগঞ্জে ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা
ধামরাইয়ে র‍্যাব কর্মকর্তার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন কর্নেল অলি আহমদ
কিশোরগঞ্জে হিন্দু পরিবারের নির্যাতনের শিকার মুসলিম পরিবার
সিরাজগঞ্জে আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামলায় গ্রেফতার ৩
চাকুরি করতে না দেওয়ায় স্বামীর বিরুদ্ধে নির্যাতনের মামলা
একটি প্রতিষ্ঠান একটি গণমাধ্যমের মালিক হতে পারবে

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close