গাজীপুর শ্রীপুরে বাবার হাতে ছেলে খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাবাকে আটক করেছে পুলিশ। নিহতের নাম মো. আনোয়ার হোসেন (২৮)।
বুধবার (৩০ এপ্রিল) রাত আনুমানিক ৩টার দিকে পারিবারিক দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি হলেন, গাজীপুর জেলার শ্রীপুর থানার প্রহ্লাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
শ্রীপুর থানার ইন্সপেক্টর তদন্ত মোহাম্মদ শামীম খোলা কাগজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত আনুমানিক ৩ ঘটিকায় পারিবারিক দ্বন্দ্বে মোহাম্মদ আলী কর্তৃক তার ছেলে মো. আনোয়ার হোসেন (২৮) কে জবাই করে হত্যা করে। ঘটনার পর নিহতের পিতা-মোহাম্মদ আলীকে বর্তমানে থানা হেফাজতে আটক রাখা হয়েছে।
একটি ভিডিওতে দেখা গেছে, ওই বাড়িতে মাটির একটি বসত ঘরের ভিতরে কাঠের দরজার সামনে নিহতের গলা কাটা লাশ পড়ে আছে। নিহতের মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় শ্রীপুর থানা পুলিশ।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল খোলা কাগজকে বলেন, প্রাথমিকভাবে জানা যায়, নিহত ছেলেটি তার বাবার অবাধ্য ছিল। বাবাকে তার ছেলে প্রায়ই মারপিট করত। কৃষক বাবার কাছে ছেলে টাকা চায়। টাকা দিতে না পারলে বাবাকে মারপিট করে। এসব কারণে বাবার হাতে ছেলের খুনের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
কেকে/এএস