১০ নভেম্বর ঐতিহাসিক শহিদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলন চলাকালে রাজধানীর গুলিস্তানে জিরো পয়েন্ট এলাকায় (বর্তমান শহিদ নূর হোসেন স্কয়ার) পুলিশের গুলিতে শহিদ হন নূর হোসেন।
আজ রোববার (১০ নভেম্বর) ঐতিহাসিক শহিদ নূর হোসেন দিবস উপলক্ষে স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সব শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ। দিবসটি উপলক্ষে দেয়া এক বিবৃতিতে এ শ্রদ্ধা জানান তারা।
বিবৃতিতে বলা হয়- গণতন্ত্রকে মুক্ত ও এদেশের গণতন্ত্রপ্রিয় মানুষকে অধিকার আদায়ের সংগ্রামে স্বৈরশাসকের বুলেটের শিকার হয়েছিলেন নূর হোসেন। তার সেদিনের আত্মত্যাগ মানুষের মনকে নাড়া দিয়েছিল। বুকে-পিঠের স্লোগানসংবলিত তার শরীর হয়ে উঠেছিল আন্দোলনের প্রতীক। ওই আন্দোলনের ধারাবাহিকতায় আরও রক্তপাতের মধ্য দিয়ে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে। আজও গণতন্ত্র পুনঃরুদ্ধারের সংগ্রামে শহিদ নূর হোসেন আমাদের প্রেরণা। তার দৃষ্টান্ত অনুসরণ করে বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশ নিশ্চিত করতে হবে।