নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ৯ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ রোববার (১০ নভেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণের উদ্যোগে এ বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিস প্রশিক্ষণ কক্ষে উপজেলা কৃষি অফিসার মো. লোকমান আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যের বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক।
উপজেলার নয়টি ইউনিয়নে ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা, গম, ভুট্টা, সয়াবিন, পেঁয়াজ, মুগডাল, অড়হর ও বোরো ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
বিনামূল্যের বীজ ও সার পেয়ে এ সকল ফসল চাষে উদ্বুদ্ধ হচ্ছে বলে অনেক কৃষক অভিমতে জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাবিবুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা লিয়াকত আলী প্রমুখ।
কেকে/এজে