নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও সোনাইমুড়ি উপজেলার আওয়ামী লীগ সহ-সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহারকে গ্রেফতার করেছে সোনাইমুড়ি থানা পুলিশ।
আজ রোববার (১০ নভেম্বর) বিকেল ৩টায় সোনাইমুড়ী এক্সিম ব্যাংক থেকে জনতা আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, জেলা পরিষদের সাবেক প্যানে চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-সভাপতি ভিপি মাহফুজুর রহমান বাহার দীর্ঘদিন পলাতক ছিলেন। তিনি রবিবার বিকেলে নিজ বাড়িতে সোনাইমুড়ি এক্সিম ব্যাংকে অবস্থান নিয়েছেন জানতে পেয়ে স্থানীয় ও বিএনপির অঙ্গ সংগঠন তাকে ঘিরে ফেলে। পরে সোনাইমুড়ি থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করে। আদালতের এর মাধ্যমে তাকে কারাগারে পূরণ করা হয়।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, সাবেক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সোনাইমুড়ি উপজেলার আওয়ামী লীগ সহ-সভাপতি বাহারের বিরুদ্ধে তিনটি গ্রেফতারি পরোয়ানা আছে। তাকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানে সোনাইমুড়ীতে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় মির আলিপুর গ্রামের আমির আলী মুন্সি বাড়ীর মোরশেদ আলমের ছেলে আসিফ। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ আগস্ট মৃত্যুবরণ করে আসিফ। এ ঘটনায় গত ১৯ আগস্ট নিহতের বাবা মোরশেদ আলম বাদী হয়ে নোয়াখালী আদালতে ৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আড়াই হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে।
মামলায় নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য এইচএম ইব্রাহিম ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র আখতার হোসেন ফয়সালসহ ৩৯ জন এজাহার নামীয় ও আড়াইহাজার অজ্ঞাত আসামী করা হয়।
কেকে/এজে