শনিবার, ১১ জানুয়ারি ২০২৫,
২৮ পৌষ ১৪৩১
বাংলা English

শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
শিরোনাম: মানসিকভাবে ফুরফুরে আছেন খালেদা জিয়া      রাজনৈতিক সমীকরণেই বিএনপি-জামায়াত দ্বন্দ্ব      মাইনাস টুর আশা পূরণ হবে না: আমীর খসরু      অন্তর্বর্তী সরকার জনগণের আস্থার মর্যাদা রাখতে পারছে না: সাইফুল হক      ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশা      থানা থেকে সাবেক ওসি পলায়ন, বর্তমান ওসি ক্লোজড      টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার      
গ্রামবাংলা
সহকর্মীরাই সাবেক ছাত্রলীগ নেতাকে পুলিশের হাতে তুলে দিল!
অনলাইন ডেস্ক :
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ১০:২৫ এএম  (ভিজিটর : ৫৭)
গ্রেফতার সাবেক ছাত্রলীগ নেতা। ছবি: সংগৃহীত

গ্রেফতার সাবেক ছাত্রলীগ নেতা। ছবি: সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সেকশন অফিসার (রেজিস্ট্রার দফতরের সংস্থাপন প্রশাসন-১ এ কর্মরত) ও সাবেক ছাত্রলীগ নেতা  সাইফুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। 

রবিবার (১০ নভেম্বর) দুপুরে যবিপ্রবি ক্যাম্পাস থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাইফুর রহমান বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আইন বিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে ২ সেপ্টেম্বর ঢাকার শাহবাগ থানায় ৫ শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলা করা হয়। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৬ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে সাইফুর রহমানসহ ছাত্রলীগের নেতাকর্মীরা শিবিরের ট্যাগ দিয়ে ৫ ছাত্রকে রাতভর নির্যাতন করে এবং হল গেটে তাদের ফেলে রাখা হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

পরিবর্তিত পরিস্থিতিতে গত ২ সেপ্টেম্বর নির্যাতনের শিকার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বাপ্পী মিয়া, মনোবিজ্ঞান বিভাগের ইব্রাহিম হোসেন, মেহেদি হাসান ও আব্দুল গফফারের পক্ষে অপর নির্যাতিত মাসরুর বাদী হয়ে ঢাকার শাহবাগ থানায় মামলা করেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, ঢাকার শাহবাগ থানার পুলিশ যবিপ্রবির ওই কর্মকর্তাকে গ্রেফতার করে নিয়ে গেছে।

যবিপ্রবির প্রক্টর আমজাদ হোসেন ড. ইঞ্জিনিয়ার  বলেন, ঢাকার শাহবাগ থানা থেকে সেকশন অফিসারকে গ্রেফতারে সহযোগিতা চেয়ে লিখিত আবেদন করা হয়। ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রাখতে আমরা সাইফুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে গেটের বাইরে থাকা পুলিশে সোপর্দ করি।

তিনি বলেন, মুহসীন হলে ছাত্র নির্যাতন মামলায় ছাত্রলীগের সাবেক নেতা সাইফুর রহমান আসামি করে সম্প্রতি ঢাকার শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে।

কেকে/এইচএস


মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের নেতা হাসান আল মামুন কে সংবর্ধনা
নিবন্ধিত সব দলকে নিয়েই হবে আগামী জাতীয় নির্বাচন: সিইসি
গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেড-স্পিডবোটের সংঘর্ষে নিহত ২
ভয়াবহ আগুনে পুড়েছে যেসব তারকাদের বিলাসবহুল প্রাসাদ
আলোচিত ওয়ান-ইলেভেনের ১৮ বছর আজ

সর্বাধিক পঠিত

কাউনিয়ায় নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়
দৈনিক খোলা কাগজে সংবাদ প্রকাশ, সড়কে বাতি লাগানো শুরু
থানা থেকে সাবেক ওসি পলায়ন, বর্তমান ওসি ক্লোজড
ইউএনও’র বিরুদ্ধে মানবন্ধনের দাওয়াতি লিফলেট বিতরণ
কাউনিয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝