মাদারীপুর জেলার শিবচরে অবৈধভাবে আড়িয়াল খাঁ নদের বালু বিক্রি নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে এক সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।
সোমবার(১১ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার সড়ক ৭১ চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। এ সময় হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন তারা।
জানা গেছে, শিবচর উপজেলার নিলখী এলাকার মোকলেস হাওলাদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে পানি উন্নয়নবোর্ডের নদী খননে উত্তোলনকৃত বালু বিক্রির অভিযোগ উঠে। এ নিয়ে সম্প্রতি একটি পত্রিকায় সংবাদও প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর ওই পত্রিকার শিবচর প্রতিনিধি মীর ইমরানকে ‘হত্যার হুমকি’ দেন ওই ব্যক্তি। এর প্রতিবাদে সোমবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন গনমাধ্যম কর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বালু মহাল থেকে সরকারি বালু বিক্রি করেন স্থানীয় মোকলেস হাওলাদার নামের ওই ব্যক্তি। এ বিষয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হলে ক্ষিপ্ত হয়ে উঠেন তিনি। সাংবাদিককে হত্যার হুমকি পর্যন্ত দেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
এসময় মোকলেস হাওলাদারকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবী জানান গনমাধ্যমকর্মীরা। এ বিষয়ে শিবচর থানায় একটি জিডিও করা হয়েছে।
মানববন্ধনে উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কেকে/এমআই