রংপুরের গঙ্গাচড়ায় মাদকের টাকা না পেয়ে ছেলের বিরুদ্ধে মাকে গলা কেটে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত মা মর্তুজা বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে মর্তুজা বেগমের বড় ছেলে আরিফ মিয়া ছোট ভাইয়ের বিরুদ্ধে গঙ্গাচড়া মডেল থানায় মামলা দায়ের করেছে। পুলিশ অভিযুক্ত আটক মোকছেদুল ইসলামকে (২৭) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের দক্ষিণ বেতগাড়ি বালাপাড়া গ্রামের হবিবর রহমানের স্ত্রী মর্তুজা বেগমের ছোট ছেলে মোকছেদুল ইসলাম মাদকাসক্ত। প্রায়ই সে তার মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করতো। রবিবার বিকেলে মোকছেদুল তার মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা চায়। এতে মর্তুজা বেগম অস্বীকৃতি জানালে মোকাছেদুল ছুরি দিয়ে তার গলায় আঘাত করে। এ সময় মর্তুজা বেগমের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেই সাথে মোকছেদুলকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
গঙ্গাচড়া থানার ওসি আল এমরান বলেন, বড় ছেলে আরিফ মিয়া ছোট ভাইয়ের বিরুদ্ধে মা মর্তুজা বেগমকে হত্যা চেষ্টা মামলা দায়ের করেছে। মোকছেদুলকে আদালতে উপস্থাপন করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নিদের্শ দেয়।
কেকে/এইচএস