রংপুরের গঙ্গাচড়ায় নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরাতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে মাংস, সবজি ও মুরগির একটি করে মোট তিন দোকানকে ৪ হাজার ৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে গঙ্গাচড়া বাজারে যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি।
এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান উপস্থিত ছিলেন।
গঙ্গাচড়া মডেল থানা পুলিশ এ অভিযানে সহযোগিতা করেন।
কেকে/এইচএস