আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়েতে লিওনেল মেসি ও আর্জেন্টিনার জার্সি নিষিদ্ধ করা হয়েছে। ‘মেসি ১০’ লেখা কিংবা আর্জেন্টিনার জার্সি গায়ে পরে স্টেডিয়ামে ঢোকা যাবে না। দক্ষিণ আমেরিকার দেশটির ফুটবল ফেডারেশন বিশেষ এই নিয়ম জারি করেছে।
ঘরের মাঠে আর্জেন্টিনার সঙ্গে খেলবে প্যারাগুয়ে। মূলত হোম সুবিধা নিতেই এই নিয়ম জারি করা হয়েছে।
প্যারাগুয়ে এফএ-র তরফ থেকে জানানো হয়েছে, প্যারাগুয়ের জার্সি না পরে কেউ যদি বিপক্ষ দলের প্লেয়ারের নাম লেখা জার্সি পরে খেলা দেখতে আসেন, তার মাঠে প্রবেশাধিকার নেই। যেখানে ‘মেসি ১০’ লেখা জার্সি তো বটেই, আর্জেন্টিনার জার্সি পরেও স্থানীয় কোনো দর্শক ঢুকতে পারবেন না।
প্যারাগুয়ে ফুটবল সংস্থার তরফ থেকে আরও বলা হয়েছে, ‘কোনো প্লেয়ারের বিরুদ্ধে নই আমরা। প্লেয়ারদের আমরা শ্রদ্ধাই করি। কিন্তু হোম অ্যাডভান্টেজ দরকার।’
এদিকে প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো ভিলাসবোয়াও বিষয়টি নিশ্চিত করেছেন। তার ভাষযমতে, ‘আমরা এরই মধ্যে স্থানীয় পর্যায়ে সতর্কবার্তা দিয়েছি। আমরা প্যারাগুয়ে কিংবা নিরপেক্ষ জার্সি ছাড়া গ্যালারির স্বাগতিক সমর্থকদের অংশে প্রবেশের অনুমতি দেব না। প্রতিপক্ষের জার্সি পরে যারা আসবেন, তারা থাকতে পারবেন না।’
কেকে/এমআই