রাজবাড়ী পাংশার হাবাসপুরে মায়ের সাথে কথা কাটাকাটির জেরে আকলিমা খাতুন (১৫) নামে এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
জানা যায়, উপজেলার হাবাসপুর গ্রামের আলাল মন্ডলের মেয়ে আকলিমার টেষ্ট পরিক্ষায় রেজাল্ট খারাপ হওয়ার ঘটনায় তার মা তাকে একটু রাগারাগি করেন। পরে মায়ের উপর অভিমান করে আকলিমা সোমবার রাত ৮ টার পরে ঘরে থাকা ইদুর মারা বিষ পান করেন। বিষ পানের বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পেরে রাতেই তাকে দ্রুত পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১.৩০ মিনিটে আকলিমার মৃত্যু হয়।
এ বিষয়ে পাংশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ বিষয়ে পাংশা থানায় একটি অপমৃত্যু মামলা রজু হয়েছে।
কেকে/এমআই