ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে একটি ইন্ডিয়ান বনরুই উদ্ধার করা হয়েছে। এ সময় বনরুই পাচারের সঙ্গে সম্পৃক্ত তিনজনকে গ্রেফতার করে বন বিভাগের একটি অভিযানিক দল।
মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তারের নির্দেশে অভিযানিক দলের নেতৃত্ব দেন বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা।
নিগার সুলতানা জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ধারা ৩৪ (খ) এবং ৩৯ মোতাবেক বন্যপ্রাণী পরিদর্শক প্রসিকিউশনের ভিত্তিতে উজ্জ্বল কুমার হালদার, সিনিয়র এসিস্ট্যান্ট কমিশনার ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা আসামী তিনজনকে মোবাইল কোর্টের মাধ্যমে মোট পয়তাল্লিশ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা আদায় করেন এবং বনরুইটিকে প্রকৃতিতে অবমুক্ত করার জন্য বন অধিদফতরের কাছে হস্তান্তর করেন। অভিযানে কামরাঙ্গীচর থানা পুলিশ সার্বিক সহায়তা করে।
তিনি আরও বলেন, বনরুইটি নেত্রকোণার কলমাকান্দা থেকে বিক্রির উদ্দেশ্যে কামরাঙ্গীরচর এলাকায় নিয়ে এসেছিল। গোপন সূত্রে তথ্য পেয়ে ঢাকা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বন অধিদপ্তরের সম্মিলিত প্রচেষ্টায় মহাবিপন্ন বনরুইটি উদ্ধার করা
কেকে/এজে