গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর ২০২৪) দুপুরে জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ টিম সোমবার রাতে গাজীপুর সদর উপজেলা ভাওয়ালগড় ইউনিয়নের দরগারচালা এলাকায় আহসান হাবীব রিপন(২৪) ও শাকিব আহমেদ(২৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে এবং তাদের দেয়া তথ্য মতে ওসমান গণির বসত বাড়িতে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় ।
তিনি আরও বলেন, একই ইউনিয়নে রক্ষিতপাড়া এলাকায় পুলিশের টহল কালে ৫০ পিস ইয়াবাসহ নজরুল ইসলাম(৩১) ও মামুন(৩০) নামের দুই জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যথাযথ মামলাসহ আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
কেকে/এজে