শেরপুরের নালিতাবাড়ীতে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসনের আওতায় রবি মৌসুমে সরিষা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পাহাড়ি ঢলের বন্যায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার এবং বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্তরে এসব সার ও বীজ বিতরণ করা হয়।
কৃষি অফিস সূত্র জানায়, মঙ্গলবার সকালে নালিতাবাড়ী উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নের ১০ হাজার ৫শ জন কৃষকের মাঝে সরিষা বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়।
এসময় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব প্রনোদনার সার ও বীজ বিতরণ করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ ও কৃষি সম্প্রসারন কর্মকর্তা মওদুদ আহমেদ। এছাড়া কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেকে/এজে